আপনি যখন একটি ডুয়েটে যোগদান করেন, তখন আপনার অডিও বা ভিডিও পূর্বে রেকর্ড করা ব্যবহারকারীর রেকর্ডিংয়ের সাথে যোগ হবে। তাই একটি সুন্দর গান বেছে নিন যেটি আপনি Collab হিসেবে গাইতে চান, এবং সেই গানে Join -এ ক্লিক করলে আপনাকে গানের পেইজে নিয়ে আসা হবে। এরপর আপনি গান শুরু করতে পারেন এবং গোলাপী বা নীল রঙের লাইন দেখে দেখে আপনার অংশে আপনি গেয়ে পোষ্ট করতে পারেন।
কারো গানে জয়েন দেওয়ার আগে অরিজিনাল গানটা খুবই ভাল করে মোবাইলের লিরিক্সের সাথে মিলিয়ে নিন আগে। অনেক সময় নীল বা গোলাপি লাইন গুলো অরিজিনাল গানের সাথে মেলে না। সেক্ষেত্রে অনেকেই পয়েন্টসকে গুরুত্ব দিতে যেয়ে ছেলের কণ্ঠ মেয়ে বা মেয়ের কণ্ঠ ছেলে গেয়ে ফেলে, যেটা মোটেও কাম্য নয়। গান যারা ভালবাসেন তারা পয়েন্টস নিয়ে ভাবেন কি?
কারো গানে জয়েন দেওয়ার আগে গানের ক্যাপশন অথবা কমেন্টে সেই গানের সেটিংস দেওয়া আছে কিনা দেখে নিতে হবে অথবা জয়েন দেওয়ারা আগে জিজ্ঞাসা করে নেওয়া যেতে পারে। কেউ Studio Mode এ ডুয়েট গেয়ে পোষ্ট করল অথচ আপনি সেখানে Hall/Distance Effect দিয়ে জয়েন করলেন, তাহলেই গানের গোষ্ঠী উদ্ধার। ডুয়েট গানে জয়েনের ক্ষেত্রে বার বার করে অরিজিনাল গানটা শুনে নেওয়া সবচেয়ে ভাল। সারাদিনে ২০টা গান গাওয়ার চেয়ে সারাদিন ধরে একটা গান ভাল করে শিখে গাওয়া ভাল।