Game: DreamWorks

 Game: DreamWorks



DreamWorks জন্য সহজ নিয়ম

পয়েন্ট ১ থেকে ৩ পর্যন্ত সবার জন্য 
পয়েন্ট ১ থেকে ৪ শুধুমাত্র [প্রো খেলোয়াড়দের] জন্য


DreamWorks গেইমটা একটা Strategy গেইম। এইটার জন্য খুবই ধীরস্থিরভাবে প্ল্যানিং এর প্রয়োজন। স্টারমেকারে অত্যন্ত জনপ্রিয় এই গেইমটা খেলার কিছু সাধারণ তথ্য;

কেন খেলবেনঃ
১। এই গেইমস থেকে অনেক গিফট পাওয়া যায়
২। ফ্যামিলির সদস্যদের ভেতরে টপার/র‍্যাংকিংএ থাকার জন্য
৩। সিজন শেষে বেশ কিছু বড় বড় গিফট পাওয়া যায়
৪। গিফট মানেই নিজের প্রোফাইলের লেভেল বাড়ানোর পাথেয় 

কখন খেলবেনঃ
১। এই গেইমসটা যে কোন সময়েই খেলা যায় 
২। মাল্টি রুমে বসে গল্প করতে করতে বা সোলো রুমে গান কিউ করে রাখা অবস্থায়ও খেলা যায়
৩। 00:00 UTC বা বাংলাদেশ সময় সকাল ৬;০০তে গেইমের কনটেন্ট রিসেট হয় তাই এই সময়ে অনেকেই খেলেন 
৪। যখনই নিজের সিংগারকে অন্য কেউ সাইন করে নেবে তখনই আপনি আবার খেলতে পারবেন ডেইলি লিমিট পর্যন্ত 

গেইমেই ব্যাকগ্রাউন্ডঃ
এই গেইমসটা মূলত ক্লাব ফুটবলের মেসি, রোনলদোদের কে কেনা বেঁচা করার মতন রোল প্লে গেইম। এছাড়া যদি আপনি নিজেকে একজন দোকানদার মনে করেন। আপনি পাইকারি দামে কিছু মালামাল কিনে এনে রাখলেন দোকানে, আর সেটা কেউ কিনে নিয়ে গেলে আপনার লাভ হলো। আপনার হাতে ক্যাশটাকা যতটা থাকবে আপনি চাইবেন তার ১০% টাকা হাতে রেখে বাকী টাকা দিয়ে মালামাল কিনে দোকানে রেখে দেবেন, যে যখন এসে আপনার দোকান থেকে কিনে নিয়ে যাবে তখন আপনি লাভবান হবেন। এইভাবে সর্বোচ্চ সম্পদের মালিক যারা হবেন তারা  গিফট পাবেন। 
 

আপনার মোট Asset-এর পরিমাণের উপর নির্ভর করবে আপনি কতটা পারদর্শী। অর্থাৎ আপনার মোট সম্পদের পরিমাণ কত। Worth হলো একজন শিল্পী হিসেবে আপনার মূল্য কত। Cash হলো আপনার হাতে কতটাকা নগদ রয়েছে, সেই ব্যালেন্স! মোট ক্যাশের ১০% টাকা হাতে রেখে বাকী টাকা দিয়ে শিল্পীদের সাইন ইন করাতে হবে নাহলে পরে পারফর্ম করানো যাবে না। 

এই গেইমে আপনার রোল দুইটা।
 ১। আপনি একজন সিংগার বা শিল্পী 
২। আপনি একজন ম্যানেজার যে শিল্পীদেরকে কেনাবেঁচা করেন

আপনাকে আপনার হাতের ক্যাশ দিয়ে শিল্পীদের সাইন করেতে বা কিনতে হবে। শিল্পীদের পারফর্ম করালে আপনার ক্যাশ বাড়বে বা কমবে। আপনার ক্রয়কৃত শিল্পীকে কেউ কিনে নিলে তখন আপনি লাভবান হবেন।  
গেমটি খেলতে এবং ব্যবসায় আপনার প্রতিভা দেখাতে অনুগ্রহ করে নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন৷

কীভাবে খেলতে হয়ঃ 

১। প্রথমেই আপনার ক্যাশ বাড়ানোর জন্য Partner থেকে ৩ জনকে Partnership Request পাঠান (নিশ্চিত করুন যে আপনার Request এর 3 ঘন্টার মধ্যে অন্তত একজন এটি Accept করেন এবং আপনার ক্যাশ বাড়াতে সাহায্য করেন)
অথবা কেউ আপনাকে যদি ইতিমধ্যে Partner Request পাঠিয়ে থাকেন তাহলে তাদের ভেতর থেকে যারটা করলে Accept বেশী ক্যাশ পাবেন, তারটা Accept করুন৷

২। আপনার ক্যাশের মধ্যে যত বেশী সম্ভব শিল্পীদের সাইন ইন করুন (আপনার হাতে 10% সংরক্ষণ করুন)
৩। আপনার লাভ বা ক্ষতি যাই হোক না কেন প্রত্যেকটা শিল্পীকে Perform করান
* এই প্রসেস চালিয়ে যেতে থাকুন যতক্ষণ না আপনার ডেইলি লিমিট শেষ হয়ে যায়। কোম্পানিতে যেয়ে আপনার র‍্যংকিং চেক করুন এবং নিয়মিত খেয়াল করুন যে কেউ আপনার শিল্পিদেরকে কিনেছে কিনা। কেউ আপনার শিল্পীকে কিনলেই আপনার হাতে অনেক ক্যাশ চলে আসবে এবং তা দিয়ে আপনি আবারো নতুন শিল্পী কিনে, Perform করিয়ে রেখে দিতে পারেন। 


৪। শিল্পীদেরকে Train করানোর জন্য আপনাকে খুব ভাল করে গেইমটা বুঝতে হবে। অন্যথায় Train করে কারো Worth কমিয়ে দিলে তখন তার নিকট জবাবদিহিও করতে হয় অনেক সময়। আপনি আপনার শিল্পীকে প্রশিক্ষণ দিতে পারেন তবে একই ফ্যামিলির সদস্য নন, এমন  কারো সাথে এটি না করা ভাল। কোন বড় আইডি দিয়ে Train করানোর ঝুঁকি নেবেন না, কাউকে Train করার আগে নিশ্চিত করুন যে আপনি ঝুঁকি বুঝেছেন

বিস্তারিত জানতে আপনার ফ্যামিলিতে যারা এই গেইমটা খেলে তাদের কাছে জিজ্ঞাসা করুন। 





Post a Comment