Games: Train Race

ট্রেইন গেইম! 

 ট্রেইন রেইস অন্যতম একটা সেরা উপায় অনেক বড় বড় গিফট পাওয়ার জন্য। তিনটা ফ্যামিলির মধ্যে এই রেইস হয়ে থাকে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টার সময় সম্মিলিতভাবে Stone ব্যবহার করে ট্রেইনের দূরত্ব বাড়িয়ে দিয়ে যারা জিতে যায় তারা অনেকগুল পুরষ্কার পেয়ে থাকে।



ট্রেইন রেইস খেলার নিয়ম 


১ গেইমেই ভূমিকা
এই গেইম/ইভেন্টটি  ৯ দিন ধরে থাকে এবং এটা বাংলাদেশ সময় রাত ৯টার সময় শুরু হয়। ইভেন্ট চলাকালে র‍্যানডমলি ২টা পরিবারের সাথে রেইস হয়। বাকী ২ পরিবারের সাথে রেইসের জন্য ফ্যামিলি মেম্বারদের অংশগ্রহণ খুবই জরুরী।  ট্রেইনের দুইটা বিষয় জানা খুবই দরকার। একটা হলো ট্রেইন কতটা  গতিতে চলছে এবং কতটা দূরত্ব পেরিয়েছে। যদি ট্রেইনের গতি রেইস শুরুর আগে থেকেই বাড়িয়ে রাখা যায় তবে গেইম চলাকালীন সময়ে অল্প সময়েই অনেক দূরত্ব পার হয়ে বিজয়ী হতে পারবে। এই কারণে ৩ বার মিল কালেক্ট করে ট্রেইনের গতি বাড়িয়ে রাখা জরুরী। অর্থাৎ ট্রেইনের Crew-রা সারাদিনে খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করে রাখলো যাতে রেইসের সময় সহজেই জেতা যায়।

২ ট্রেইন  রেইসের টাইমলাইন
রেইসটি ১ ঘন্টা ধরে চলতে থাকবে যার ফাইনাল স্প্রিন্ট হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ০৭:০০:০০ থেকে রাত  ০৮:০০:০০ পর্যন্ত। ফাইনাল স্প্রিন্টের পর যে দল সবচেয়ে বেশী দূরত্ব পার হবে তারা বিজয়ী হবে।

৩ সদস্যদের অংশগ্রহণ
 ফ্যামিলির সদস্যদের মিলে মিশে খেলতে হবে। সদস্যরা নিচের দুইটা কাজের মাধ্যমে গেইম শুরুর আগেই ট্রেনের গতি বাড়ানোর কাজগুলি করে ট্রেনের গতি বাড়ানোর কাজ করে রাখতে পারে। 

A. রেস্টুরেন্ট কেবিন
ফ্যামিলির সদস্যরা প্রতিদিন ৩ বার মিল কালেক্ট করার জন্য Restaurant Cabin-এ আসতে পারেন। বাংলাদেশ সময়ে গেইমের দিনগুলোতে ৩ বার মিল সংগ্রহ করা যায়। ফ্যামিলির একজন সদস্য যদি সফলভাবে মিল কালেক্ট করেন, তাহলে ফ্যামিলির ট্রেনের গতি বৃদ্ধি হবে ৩০০কিমি/ঘন্টা। কেউ যদি ৩ বারই মিল কালেক্ট করে তবে ট্রেইনের গতি ৯০০কিমি/ঘণ্টা বেড়ে যাবে। গেইম চলাকালীন সময়ে ৯টা স্টোনের সমান। সময়গুলো হলঃ
সকাল ১০:০০:০০-১১:০০:০০
দুপুর ০৩:০০:০০-০৪:০০:০০
রাত ০৮:০০:০০-০৯:০০:০০
 Restaurant Cabin-এ মিল কালেক্ট করতে উপরোক্ত সময়ের ভেতরে গেইমে ঢুকে +300km/h বাটনে ক্লিক করে মিল কালেক্ট করা যায়। কে কে মিল কালেক্ট করেছে তা দেখতে এই বাটনের উপরেই একট স্ট্যাটাস বার আছে। সেখানে ক্লিক করলে ফ্যামিলি মেম্বাররা কে কত কন্ট্রিবিউট করেছেন তা দেখা যাবে। 

B. অ্যাসেট কেবিন
ফ্যামিলির সদস্যরা গেইম শুরুর আগ পর্যন্ত একই ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে গিফট করে ট্রেনের গতি বাড়াতে পারে । প্রত্যেক সদস্যদের জন্য নিজের ফ্যামিলির সদস্যদের গিফট পাঠালে  প্রতি ১ স্টারের জন্য ট্রেনের গতি ৩০ কিমি/ঘন্টা হারে বৃদ্ধি পাবে। এইকাজটা ফ্যামিলির যেসব সদস্যরা গেইম খেলেন না, তারাও নিজেদের অজান্তেই কন্ট্রিবিউট করে থাকেন। গেইম চলাকালীন ৯ দিনে ফ্যামিলির ভেতরে বেশী বেশী গিফটিং করা ভাল । 
উপরের ছবিতে দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার ৪৭ জনের ভেতরে ১০ জন Asset Cabin (10/47) এ অংশগ্রহণ করেছেন ফ্যামিলির ভেতরে গিফটিং করে। তারা ট্রেইনের গতি অ্যাড করেছেন ১৪৬৪০কিমি/ঘন্টা। 


৪ ম্যাজিক কেবিন

ম্যাজিক কেবিনে সারা দিনে প্রতি ঘন্টায় একটা করে ম্যাজিক স্টোন জেনারেট হয় যেটা কালেক্ট করে রাখলে গেইম চলাকালীন সময়ে তা ব্যবহার করা যাবে। আবার গেইম চলাকালীন এই ম্যাজিক কেবিন থেকেই ফ্যামিলির সদস্যরা গেইমে ঢুকে প্রতি ৩০  সেকেন্ডে ১টি করে ম্যাজিক স্টোন পাবেন। 

গেইমের মূল অস্ত্র বলতে পারেন এই ম্যাজিক স্টোন বা জাদুর পাথরকে। এই স্টোনটা ব্যবহার করেই আপনি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। 
উপরের ছবিতে গেইমের ইন্টারফেসের পরিচিত দেওয়া হলো। 




উপরের ছবিতে টুলসগুলোর নাম এবং এগুলো কীভাবে কাজ করে তা দেখানো হলো। 
Super Magic Tool
মনে রাখতে হবে যে যদি আপনি সুপার ম্যাজিক টুল ব্যবহার করেন তবে নিশ্চিত করুন যে আপনি বা আপনারা ফ্যামিলির সদস্যরা মিলে ১০০ টা ম্যাজিক টুল ব্যবহার করে Lv.1 এ নিয়ে পারেন । তা না হলে পুরো স্টোনগুলো কোন কাজেই লাগবে না। ভুলে গেলে চলবে না যে সময় মাত্র ৩ মিনিট। 

Level of Super Magic Tool


কোন পার্টি রুমে বসে সবাই মিলে প্ল্যান করে গেইম টা খেলা যেতে পারে। এতে করে ফ্যামিলির সদস্যের ভেতরে সুন্দর সম্পর্কও উন্নয়ন হয়। 


৫ Reward/ পুরস্কার
এই গেইমসের মাধ্যমে অনেক পুরষ্কার পাওয়ার সম্ভাবনা থাকে। যেগুলো ব্যবহার করে আপনার প্রোফাইলের লেভেল আপ করা খুবই সহজ। কী কী ধরণের গিফট/পুরষ্কার পাওয়া যাবে তা জানতে নিচের ছবিগুলো দেখুন।

Rewards


A ইভেন্ট পুরস্কার
ফ্যামিলি ট্রেইন রেইসে বিজয়ী হলে ফ্যামিলি মেম্বাররা গিফট পাবেন। পেইজের নিচের রিওয়ার্ড বক্স থেকে গিফট কালেক্ট করতে হবে। কেবল মাত্র  যারা গেইমে অংশগ্রহণ করেছেন তারাই এই রিওয়ার্ড পাবেন। এমনকি যারা সারাদিনে ৩ বারের ভেতর একবার মিল কালেক্ট করেছেন বা গেইম চলাকালীন সময়ে অন্তত ১টা স্টোন ব্যাবহার করেছেন, বিজয়ী হলে তারা প্রত্যেকেই গিফট পাবেন।

B কানেক্টিং লাইন পুরস্কার
যদি কোন ফ্যামিলি একটা সিকোয়েন্স অনুযায়ী জিততে পারে তাহলে সেগুলোর জন্য আলাদাভাবে অতিরিক্ত পুরস্কার পাওয়া যাবে। নিচের রিওয়ার্ড বক্সে পাশাপাশি বা উপর নীচে বা ক্রসভাবে যদি টানা ৩ দিন জিততে পারে তাহলে স্পেশাল বক্স রিওয়ার্ড পাওয়া যাবে। 



C সুপার বক্স পুরস্কার
যদি কোন ফ্যামিলি টানা ৯ দিনই  এই রেইস জিতে তাহলে ফ্যামিলির সদস্যরা সুপার বক্স পুরস্কার পাবেন।


আপনার সময়ের জন্য ধন্যবাদ; পরামর্শ বা মতামত জানালে খুশি হবো।

Post a Comment