Member's Cabin

 Member's Cabin

সাধারণ মেম্বারদের নিকট হতে প্রত্যাশিত দায়িত্বসমূহঃ
→ কমন সেন্স ব্যবহার করতে হবে (এটা বলার কিছু নেই, তবে মনে করিয়ে দেওয়া আর কি)
→ ফ্যামিলির ক্যাপ্টেন, কো-ক্যাপ্টেন এবং আসিস্ট্যান্টদের নির্দেশনা অনুসরণ করা 
→ ফ্যামিলির প্রতিটা মেম্বারই এই ফ্যামিলির সম্পদ, গৌরব এবং প্রতিনিধি, তাই সেই সম্মানটুকু সবার প্রতি জ্ঞাপন করা
→ ছেলে-মেয়ে নির্বিশেষে ফ্যামিলির প্রতিটি মেম্বারকে ফলো/ফলো ব্যাক দেওয়া *
→ ফ্যামিলির প্রতিটি মেম্বারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা
→ যে যতটুকু জানি, তা অন্য মেম্বারদেরকে বিনা দ্বিধায় জানানো বা সহযোগিতা করা
→ কোন পার্টিরুমে, চ্যাট বক্সে বা কোন গানের কমেন্টে কোন রকমের অশালীন শব্দ প্রয়োগ বা ইঙ্গিত না করা
→ ফ্যামিলির সুনাম অক্ষুণ্ণ রাখতে নিজ নিজ গানের কোয়ালিটির প্রতি মনযোগ দেওয়া, এই ক্ষেত্রে গানের উন্নতির জন্য যেকোন ধরণের মতামতকে সাদরে গ্রহণ করা 
ফ্যামিলি মেম্বারদের সাথে কোন ব্যক্তিগত তথ্য আদানপ্রদান, অবৈধ্য সম্পর্ক স্থাপন, অর্থ বা অন্য কিছু লেনদেন না করা ভাল
→ ফ্যামিলির প্রতিটি সদস্যের ব্যাপারে কোন ব্যক্তিগত তথ্য বাইরে কারো সাথে শেয়ার না করা
→ কারো সম্পর্কে অভিযোগ থাকলে তা প্রথমে নিজেদের ভেতরে মিটিয়ে ফেলা অথবা অ্যাডমিনদের সাথে বসে সুরহা করা, কোনভাবেই সবার সামনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করা যাবে না
→ ফ্যামিলির কোন গেইম বা টাস্ক করার জন্য যেহেতু কেউই বাধ্য নয়, তাই কারো এইসব ভাল না লাগলে তাকে কোন মতেই জোরাজোরি না করা তবে প্রোফাইলে লেভেল আপ করার জন্য ডেইলিটাস্ক সম্পর্কে অবগত থাকতে হবে
→ ইভেন্ট শেয়ারিং কোন পোষ্ট করার পর নিজ দায়িত্বে ডিলেট করে দিলে ফ্যামিলির হোমপেইজটা সুন্দর দেখাবে (ইভেন্ট শেয়ারিং পোস্টঃ FANTASY TRAVEL WITH BESTIE; TEST YOUR CONFIDENT/RAMADAN-get free prayes chance etc)
→ ফ্যামিলি আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ করা এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে সবাইকে সমর্থন করা। অন্তত অন্য কোন পার্টিরুমে অবস্থান না করা 
→ এমন কোন কথা কাউকে না বলা যেটা নিজে শুনলে কষ্ট পাবেন  এবং স্টারমেকারের কারো সাথে বিবাদে না জড়ানো
→ অন্যান্য সদস্যদের গানে লাইক/কমেন্ট করার মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যাতে তারাও আপনার গানে লাইক কমেন্ট করার মাধ্যমে সবাই সবাইকে উৎসাহিত করে  
Fantasia [Chat] গ্রুপে অন্তত ৩ জনের গানে লাইক/কমেন্ট করে তারপর নিজেরটা শেয়ার করা তাহলে আপনার পরে যারা গান করবেন তারাও আপনার আপনার গানে লাইক কমেন্ট করবেন আশা করা যায়  
→ বিভিন্ন প্রয়োজনে ফ্যামিলির ৩টা রুম ব্যাবহার করা। নিজেদের রুম খুলে ফ্যামিলির পরস্পরের সাথে দূরত্ব না বাড়ানো
→ ফ্যামিলির মেইন চ্যাট গ্রুপে মার্জিতভাবে মতামত শেয়ার করা। পার্টিরুমে গান চলাকালীন সময়ে  চ্যাট গ্রুপে নেতিবাচক কমেন্ট না করা এতে করে যিনি কমেন্ট করছেন তার ব্যক্তিত্ব সম্পর্কে সবার ভেতরে ভাল ধারণা পাল্টে যেতে পারে। এছাড়া যিনি গান করছেন তার কোন শুভাকংখি আমাদের ফ্যামিলিতে থাকতে পারেন। 
→ ব্যাক্তিজীবনের আলাপ পারতপক্ষে না করা ভাল। সম্পর্ক কোন কারণে খারাপ হলে পরে এইগুলো নিয়ে কথা বলা কেউই পছন্দ করবেন না 
→ যেকোন প্রয়োজনে ক্যাপ্টেনকে সরাসরি নক করা যেতে পারে তবে রিপ্লাই-এ বিলম্ব হলে কো-ক্যাপ্টেনদের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে 
→ স্টারমেকারের চেয়ে প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে সবার আগে মূল্যায়ন করা বা সময় দেওয়া। এ ব্যাপারটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া এবং সবাইকে তা মনে করিয়ে দেওয়া। কেউ কোন কারণে সময় দিতে না পারলে তা নিয়ে কোন অভিযোগ না করা।
→ যেকোন রকমের ইভেন্টে কোন ফ্যামিলি মেম্বারকে সমর্থনের ক্ষেত্রে, মনে রাখা ভাল যে, সেই ইভেন্টে কোন কয়েন খরচ বা অতিরিক্ত সময় ব্যায়ের ব্যাপার আছে কিনা। এরকম ক্ষেত্রে মেম্বাররা নিজ নিজ ফ্যানবেইজ নিয়ে কাজ করতে পারেন। ফ্যামিলির পক্ষ থেকে সম্মিলিতভাবে কোন সমর্থনের সুযোগ নেই, যেহেতু এইখানে ফ্যামিলির কোন সফলতা নেই। হ্যাঁ, তবে ভি ট্যাগ বা কোন কম্পিটিশনের ক্ষেত্রে সকলে মিলে ফ্যামিলির যোগ্য সদস্যকে সমর্থন করতে হবে। 
→ সাধারণ মেম্বার থেকে অ্যাডমিনে হওয়ার সময় একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়। সেখানে অ্যাডমিন এবং কো-ক্যাপ্টেনদের দায়িত্বসমূহ পড়ে শোনাতে হবে। 
→ সঙ্গত কোন কারণে ফ্যামিলি থেকে চলে যেতে চাইলে ক্যাপ্টেনকে জানিয়ে গ্রুপ চ্যাটে অবশ্যই একটা মেসেজ দিয়ে যাওয়া। 

Download Cover Photo & Save to your Album

ফ্যামিলিতে জয়েনিং এর পরপরই যা করতে হবেঃ
১। আপনার নাম, ছবিসহ বাকী সবার মতন ফরম্যাটে লেখা
২। ফ্যামিলির কভার ফটো নিজের প্রোফাইলে অ্যাড করে নেওয়া
৩। বেসিক তথ্য ক্যাপ্টেন/কো-ক্যাপ্টেনকে সরবরাহ করা
৪। ফ্যামিলির ব্লগের মেম্বারস কেবিন পেইজের শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে ফেলা
৫। রুমের রুলস গুলো পড়ে নেওয়া (ফ্যামিলি অ্যালবামে দেওয়া আছে ইতোমধ্যে) 
৬। চ্যাট গ্রুপের নিয়মাবলী জেনে নেওয়া (ফ্যামিলি অ্যালবামে দেওয়া আছে ইতোমধ্যে) 
৭। ফ্যামিলির অ্যালবামগুলো একজন অ্যাডমিনকে সাথে রেখে পড়ে ফেলা
৮। ফ্যামিলির প্রতিটি অ্যাক্টিভ সদস্যদের ফলো/ফলো ব্যাক দেওয়া

Post a Comment