Event: Start Duet Open Mystery Box

 

StarMaker Event || Start Duet Open Mystery Box 




ইভেন্টের উদ্দেশ্যঃ
+ টানা ৫দিন একজন বন্ধুর সাথে ডুয়েট গাইতে হবে

নিয়মঃ 
১. অনুষ্ঠানটি টানা ৫দিন স্থায়ী হয়; 
২.আপনি একটি ডুয়েট গান গাওয়ার জন্য আপনার বন্ধুদের ইনভাইট/আমন্ত্রণ জানাতে পারেন। যতক্ষণ না আপনার পার্টনার ইনভাইটেশন এক্সেপ্ট করছেন আপনারা ইভেন্ট শুরু করতে পারবেন না  আপনি ইভেন্ট চলাকালীন আপনার পার্টনারকে পরিবর্তন করতে পারবেন না;
৩. আপনি ইভেন্ট চলাকালীন প্রতিদিন আপনার পার্টনারের সাথে ডুয়েট করতে পারেন, বেছে নেওয়া গানের কোন সীমা ছাড়াই। আপনার ডুয়েটের মোট স্কোরের উপর ভিত্তি করে বিভিন্ন Mystery Box -Draw করা যাবে। টাস্ক যেকোন একজন কমপ্লিট করলে, দুইজনই এই গিফট পাবেন; 
৪. ইভেন্টের প্রতিটি দিনে আপনি এবং আপনার পার্টনারকে অবশ্যই একটি নতুন ডুয়েট গান গাইতে হবে৷ আগেরদিনের জয়েন দেওয়া ডুয়েট গ্রহণযোগ্য হবে না। তবে পূর্বে ডুয়েট ইনিশিয়েট/তৈরি করা থাকলে তাতে জয়েন দিয়ে পুরস্কার পাওয়া যেতে পারে; 
৫.যদি আপনারা একাধিক ডুয়েট সম্পন্ন করেন, তাহলে Mystery Box টি সর্বোচ্চ স্কোর সহ ডুয়েটের উপর Draw করা হবে; 
৬.যদি ইভেন্টের শুরুতে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে Familiarity 1000 এর কম হয়, তবে ৩ দিনের ডুয়েট পরে, আপনাদের Familiarity 1000 হয়ে যাবে। ;
৭. সফলভাবে ড্র করা সব গিফটগুলো আপনার ব্যাগেজে স্বয়ংক্রিয়ভাবে মেয়াদসহ জমা হবে
৮. পাঁচদিনের ইভেন্ট শেষ করার ৩দিনের মধ্যে Mystery Box এর Combine করে বড় গিফট পেতে পারেন


পুরস্কারঃ
১. ডুয়েটের স্কোর যত বেশি হবে, Mystery Box এর গিফটের মান তত বেশি হবে;
২. টানা ৫দিনের ডুয়েট দ্বারা মিলিত Mystery Box গুলো Combine করলে সবচেয়ে বড় গিফট পাওয়া যাবে

টিপসঃ
১। যেসকল গানে সহজেই A++ ওঠানো যায় (Short Song) এমন গান ডুয়েট তৈরি করে রাখা
২। ইভেন্ট শুরুর দিনেই সম্ভব হলে ৫টা ডুয়েট তৈরি করে ড্রাফট করে রাখা এবং প্রতিদিন ১টা ১টা করে পোষ্ট করা
৩। পার্টনারের সাথে আলোচনা করে নেওয়া যাতে কোনভাবেই টানা পাঁচ দিনের ইভেন্ট মিস না হয় 


 এই পোষ্ট পড়ে কাজে লাগলে নিচের রুমে এসে একবার গান করে যেতে পারেন। Magic Carpet এ যেতে চাইলে এখানে ক্লিক করুন। এখানে...

Post a Comment