Family Defense Battle
স্টারমেকারে আয়োজিত বিভিন্ন গেমগুলো আমরা খেলে থাকি কয়েকটা কারনে তার একটা হল। গিফট পাওয়া এবং অন্যটা ফ্যামিলির সদস্যদের ভেতরে টিম বন্ডিং বা সুসম্পর্ক গড়ে তোলা। ফ্যামিলি ডিফেন্স ব্যাটেলটাও তেমনই একটা গেম যেখানে সবাই মিলে নিজ নিজ ফ্যামিলির প্রাসাদ বা দুর্গকে রক্ষা করতে হবে।
গেইম পরিচিতি শেষে এখন চলুন চলে যায় গেইমের ভেতরে। প্রথমেই Message থেকে Official Event এ ঢুকতে হবে যেখানে সকল ইভেন্টগুলো দেখতে পাবেন, এবং সেখান থেকে Family Defense Battle এ ক্লিক করতে হবে
এই গেমের মুল এলিমেন্ট হল একটি ম্যাজিক অ্যারে। ম্যাজিক অ্যারে হল একটা বিশেষ টুল যার উপরে বিভিন্ন টুলস বা এলিমেন্টের প্রভাব ব্যাবহার করে এই ম্যাজিক প্লেটকে সক্রিয় করা যায়। যাদুকরেরা এই ধরণের একটা ম্যাজিক প্লেটের উপর বিভিন্ন জিনিস রেখে এই বোর্ডটা সচল করে থাকেন এবং সেখান থেকে উৎপন্ন পাওয়ারকে ব্যাবহার করে কোন কিছু ভাঙ্গা-গড়া করা যায়।
Magic Array |
এই গেইমের ভেতরে এই ম্যাজিক অ্যারে ব্যাবহার করতে কিছু টুলস আছে সংগ্রহ করতে হবে এবং এই প্লেটকে সক্রিয় করতে হবে। এই জন্য বেশ কিছু ম্যাজিক ক্লাস বা টুলস প্রয়োজন। নিচের এই টুলস ব্যাবহার করতে হবে।
ম্যাজিক টুলস | Magic Tools |
গেম খেলার নিয়মঃ
- ইভেন্ট চলাকালীন সময়ে ফ্যামিলির সদস্যদের ১স্টার পরিমাণ গিফট করলে এই দুর্গের প্রোটেকশন বা সুরক্ষা বাড়বে ৩ পয়েন্ট
- প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯ঃ০০ টায় ইভেন্ট পেইজে এই খেলা হবে এক ঘন্টা ধরে। এখানে প্রতিপক্ষ আরেকটা ফ্যামিলির সাথে যুদ্ধ হবে এবং সেখানে যার দলে যত বেশি সদস্য অংশগ্রহণ করবে তাদের জিতে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে
- ইভেন্ট চলাকালীন সময়েএই ম্যাজিক টুলস কালেক্ট করতে হবে। গোল্ড কয়েন ব্যবহার করে এইগুলো কেনাও যায়।
- গেম শুরু হওয়ার আগে রাত ১২ থেকে রাত ৮ঃ৫৯ পর্যন্ত ম্যাজিক অ্যারেতে এসে প্রতি ঘন্টায় র্যানডমলি একটি টুল সংগ্রহ করতে হবে যা গেম চলাকালীন ব্যাবহার করতে হবে
- গেম চলাকালিন ১ ঘণ্টার মধ্যে (রাত ০৮ঃ০০ঃ০০ থেকে ০৯ঃ০০ঃ০০) ম্যাজিক অ্যারেতে প্রতি ১ মিনিটে র্যানডমলি টুলস জেনারেট হবে যা গেইমের ভেতরে সুযোগ বুঝে ব্যাবহার করতে হবে
- Alchemy Dust ব্যাবহার করে ম্যাজিক অ্যারে আপগ্রেড করা যায়। এর পরে আপগ্রেডেড অ্যারেরের প্রভাব ব্যাবহার করে যেকোন একটা টুলসের পাওয়ার দিগুণ করে ব্যবহার করা যায়
- সমস্ত অব্যবহৃত টুলসগুলো প্রতিদিন রাত 00:00 এ ক্লিয়ার হয়ে যাবে এবং ম্যাজিক অ্যারের লেভেল রিসেট হয়ে যাবে
- ব্যাটেল শেষ হওয়ার পর, বিজয়ী দল ইভেন্ট পেইজের নীচের দিকে পুরস্কার পেতে পারেন। ট্রেজার বক্সে ক্লিক করার পর সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে পাওয়া যাবে। এবং ইভেন্ট শেষ হওয়ার সর্বোচ্চ ৩ দিনের ভেতরে সব গিফট কালেক্ট করে নিতে হবে। উল্লেখ্য, কেবল মাত্র ইভেন্টে অংশগ্রহণকারীগনই এই পুরস্কার পাবেন এমনকি একটি টুলসও ব্যবহার করেন যদি।
এই পোষ্ট পড়ে কাজে লাগলে নিচের রুমে এসে একবার গান করে যেতে পারেন। Magic Carpet এ যেতে চাইলে এখানে ক্লিক করুন। এখানে...