গান শুনে যান
অনুষ্ঠান পরিচিতঃ এই প্রোগ্রামটি আমাদের ফ্যান্টাসিয়া পরিবারের একমাত্র আয়োজন যেখানে আমরা বাইরের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের পরিবারে সদস্যদের গান শুনে যাওয়ার জন্য। এই অনুষ্ঠানে আমাদের পরিবারের ২/৩ জন শিল্পী লাইভ গান করবেন পার্টি রুমে এবং ২জন অনুষ্ঠানটি সঞ্চালন করবেন। ফ্যান্টাসিয়ার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরিবারের শিল্পীদেরকের পুরো স্টারমেকারের সামনে তুলে ধরি। বিভিন্ন গুণী শিল্পীরা আমাদের অনুষ্ঠানে এসে এই আয়োজনের প্রশংসা করে গেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই আয়োজন করে থাকি যা আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টার ফল। ফ্যামিলির সদস্য হিসেবে প্রত্যেকেই আমরা অনুরোধ করি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তবে অনেক সময় স্টারমেকারে অনুপস্থিত থাকার কারণে আমরা আপনাদের নিয়ে কোন পরিকল্পনা করতে পারিনা তবে আমরা চাই যে প্রতিটা সদস্যই যেন অনুষ্ঠানে গান অথবা উপস্থাপনা করেন এবং আমাদের গ্রুপের মুখ উজ্জ্বল করেন।
বৈশিষ্টঃ
১। আমাদের অনুষ্ঠান একদম ১ ঘন্টার আয়োজন, বেশিও না; কমও না
২। মাসে ১ দিন, কোন একটা ছুটির দিনের সন্ধ্যায় যখন স্টারমেকারে মানুষ বেশী থাকে এমন কোন সময়ে
৩। ফ্যান্টাসিয়া ফ্যামিলির ২/৩ জন শিল্পী ২/৩টি করে গাইবেন
৪। কোন কোন ক্ষেত্রে ফ্যামিলির ২জন শিল্পী এবং অন্য ফ্যামিলি হতে ২/৩ জন অতিথি শিল্পী কিংবা একজন বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়
৫। উপস্থাপনাও একটা আর্ট এমনভাবে অনুষ্ঠান পরিচালনা করা হয়
৬। পুরষ্কার হিসেবে সার্টিফিকেটের ব্যবস্থা আছে (নতুন সংযোজন)
কারা গান করবেনঃ
১। তুলনামূলক যারা স্টারমেকারে একটিভ
২। পার্টি রুমে গান গেয়ে কিছুটা হলেও অভ্যস্থ (অনভ্যস্থ হলে শিখিয়ে দেওয়া যাবে)
৩। অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে পারবেন (আপনিই নির্ধারণ করবেন)
৪। অনুষ্ঠান নিয়ে আলোচনার জন্য আগে থেকে মিটিং এ সময় দিতে পারবেন
৫। অন্তত কোন না কোন 'গান শুনে যান' অনুষ্ঠান শুরু থেকে শেষ অব্দি অবলোকন করেছেন।
কারা উপস্থাপনা করবেনঃ
১। যারা ইতোমধ্যে ফ্যান্টাসিয়ার কোন না কোন 'গান শুনে যান' অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে ইভেন্টটাকে আত্মস্থ করতে পারবেন
২। যারা সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে সেটা অনুযায়ী সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন
৩। পার্টিরুমে কিউ করা এবং ফ্রি স্টাইলে কথা বলতে অভ্যস্থ (অনভ্যস্থ হলে শিখিয়ে দেওয়া যাবে)
৪। অনুষ্ঠান নিয়ে আলোচনার জন্য আগে থেকে মিটিং এ সময় দিতে পারবেন
৫। 'গান শুনে যান' অনুষ্ঠানের আয়োজক টিম কর্তৃক মনোনীত কেউ (এই ক্ষেত্রে কয়েকবার রিহার্সেলের মাধ্যমে ভুল-ত্রুটি নির্ণয় ও সংশোধন করা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়)
যেভাবে আমরা অনুষ্ঠানটা আয়োজন করে থাকি-কার্যাবলীঃ
১। যারা এখন পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি প্রথমেই তাদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা যে তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী কিনা
২। অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করে এই ৫ জনের সুবিধামতন একটা তারিখ নির্ধারণ করা
৩। মোট ৫ জন অংশগ্রহণকারী রেডি হলেই তাদের একটা পোস্টার বানিয়ে ডেট সহকারে তা প্রকাশ করা
৪। ক্যাপ্টেন, কো-ক্যাপ্টেন, আগ্রহী অ্যাডমিন সদস্য, আয়োজক এবং সঞ্চালকদের নিয়ে একটি গ্রুপ চ্যাট খুলে সেখানে অনুষ্ঠানের কার্যক্রম শেয়ার করা
৫। কে কী গান করবে তার তালিকা রেডি করা। খেয়াল রাখতে হবে যে ১জন শিল্পী ২/৩টি গানের জন্য মোটে যথক্রমে ১০/১৫ মিনিটের বেশী সময় যেন না নেন
৬। অনুষ্ঠান সঞ্চালকদের সাথে বসে স্ক্রিপ্ট রেডি করা (স্ক্রীপ্টের বাইরে একটা শব্দও না বলা)
৭। শিল্পীরা তাদের একটা ছবিসহ সংক্ষিপ্ত জীবনী শেয়ার করবেন সঞ্চালক ও আয়জকদের সাথে
নিচের বিষয়গুলো সম্পর্কে সুন্দর করে লিখে জানাবেন।
- শিল্পীর সম্পূর্ণ নাম
- যে জেলায় জন্মেছেন এবং বর্তমানে কোথায় থাকেন
- কী পেশায় নিয়োজিত আছেন
- কোথাও গান শেখার সুযোগ হয়েছিল কিনা
- গান নিয়ে কোন অর্জন আছে কিনা
- গান নিয়ে ভবিষ্যৎ ভাবনা
৮। অনুষ্ঠানের পোস্টার রেডি হয়ে গেলে তা ফ্যামিলির প্রতিটি সদস্য তাদের ওয়ালে সেটা রিপোষ্ট করবেন
৯। অনুষ্ঠান চলাকালীন ওই ১ ঘন্টা সময়ে ফ্যান্টাসিয়ার কেউ স্টারমেকারে থাকলে তাকে অবশ্যই আমাদের সাথে থেকে সবাইকে উৎসাহ দিতে হবে। কোনভাবেই অন্য কোন রুমে থাকা যাবে না । মনে রাখবেন, মাসে ১ দিন, ১ ঘন্টার একটা অনুষ্ঠানের আপনাদের সবার অংশগ্রহণ আমাদের ফ্যামিলির মর্যাদা অক্ষুণ্ণ রাখবে
১০। অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের ফ্যামিলি মেম্বাররা রুম শেয়ার করবেন তাদের বন্ধুদের সাথে এবং সাদরে ওয়েলকাম করবেন আমন্ত্রিত অতিথিদের। কিছু কাজের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া যেমন
> অতিথিদের অভ্যর্থনা জানানো - নাম ১, নাম ২, নাম ৩
> ব্যাকআপ কিউ নিয়ে রাখা- নাম ৪, নাম ৫
> রুম ভর্তি হয়ে গেলে রোবট আইডি ব্যান করা- নাম ৬
১১। অনুষ্ঠান শেষে পার্টি রুম সবার জন্য খুলে দেওয়া এবং ফ্যামিলির সবাই মিলে অনুষ্ঠানের আয়জনের সম্পর্কে আলোচনা করা (Honest Opinion)। অংশগ্রহনকারী থেকে শুরু করে কেউই কোন ফিডব্যাককে পার্সোনালি না নিয়ে সেখান থেকে লার্নিং নেওয়ার চেষ্টা করা। আমরা কারো গায়কির ব্যাপারে ফিডব্যাক না দিয়ে নিম্নের বিষয়গুলোর উপর মতামত দেব
- আজকের অনুষ্ঠান কেমন ছিল
- কোন কোন জায়গা আরো ভাল করা যেতো
- কী কী উপায়ে আরো ভাল করা যায়
১২। আয়োজকদেরকে ভীষণভাবে আপনাদের সমর্থন দরকার, তাই সময়মতন তাদেরকে রেসপন্স করা। সর্বোপরি এটা আমাদের নিজেদের ব্র্যান্ড, নিজেদের অনুষ্ঠান তাই এখানে সকল প্রকারের ভেদাভেদ ভুলে একে অপরের দোষত্রুটি অন্বেষণ না করে পরস্পরকে সহযোগিতা করা।
১৩। ফ্যান্টাসিয়া ফ্যামিলির সদস্যদের মনে রাখতে হবে যে এই প্রোগ্রামটা ব্যাপক জনপ্রিয় একটি অনুষ্ঠান স্টারমেকারে এবং যেহেতু প্রতি মাসেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়; তাই ফ্যামিলির স্বার্থে কখনো শিল্পী/উপস্থাপনকারীদের নামের তালিকায় অনাকংখিত পরিবর্তন আসতে পারে। ফ্যামিলির বৃহত্তর স্বার্থে, যেকোন রকমের ছাড় দেওয়া সবার কাছে কাম্য।
১৪। কোন কারণে চলতি অনুষ্ঠানে অংশগ্রহন করতে না পারলে পরবর্তীতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হবে।
(আপডেটঃ জানুয়ারী ১৫, ২০২২)
__________________________________________________________
পূর্বে অনুষ্ঠিত ইভেন্টগুলো
Event 1: “গান শুনে যান” November 2021Event 2: “গান শুনে যান” December 2021Event 3: “গান শুনে যান” January 2022Event 4: “গান শুনে যান” February 2022Event 5: “গান শুনে যান” May 2022Event 6: “গান শুনে যান” July 2022Event 7: “গান শুনে যান” August 2022Event 8: “গান শুনে যান” September 2022Event 9: “গান শুনে যান” October 2022Event 10: “গান শুনে যান” January 2023Event 11: “গান শুনে যান” February 2023Event 12: “গান শুনে যান” June 2023Event 13: “Gaan Shune Jan” September 2023Event 14: “Gaan Shune Jan” October 2023Event 15: “Gaan Shune Jan” November 2023Event 16: “Gaan Shune Jan” June 2024