Assistant's Job
কো-ক্যাপ্টেন হওয়ার পূর্বশর্তঃ
→ বাকী অ্যাডমিনদের কাজে আসা যায় এমন পরিমাণে সময় দিতে হবে
→ সুন্দরভাবে কমিউনিকেশন করার মতন সফট স্কিল
→ টিম ওয়ার্ক করার মন-মানসিকতা
→ শাসন না, বরং সেবা দেওয়ার মনোভব থাকতে হবে
→ পরিবারের সবার খোঁজ-খবর নেওয়ার মতন ধৈর্য্য
অ্যাডমিনদের দায়িত্বঃ
→ ফ্যান্টাসিয়া ফ্যামিলির অ্যাডমিন বা অ্যাসিস্ট্যান্ট পদ কেবল মাত্র যারা দায়িত্ববান এবং দায়িত্বশীলতার সাথে ফ্যামিলির কাজে সময় দিতে পারবেন তাদেরকেই দেওয়া হয়ে থাকে। সবচেয়ে পুরনো সদস্য, সবচেয়ে বেশী গিফটার, সবচেয়ে বেশী জনপ্রিয়, সবচেয়ে বেশী ভাল গান করেন ইত্যাদি বিষয়ের উপরে কখনই দায়িত্ব অর্পন নির্ভর করে না।
→ যে সকল মেম্বার সাধারণ মেম্বার থাকাকালীন সময়েই অ্যাসিস্ট্যান্টদের কাজ করতে সক্ষম, তাদেরকেই অ্যাডমিন গ্রুপে নেওয়া হয়
→ সকল মেম্বারদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া
→ বিভিন্ন ইভেন্ট, গেইম, টাস্ক সম্পর্কে টিম মেম্বারকে অবহিত করা
→ নিজেদের পার্টি রুমে থাকাকালীন নতুন কোন গেস্ট আসলে তাদের ওয়েলকাম করা
→ ক্যাপ্টেনের কাছে কোন বিষয় উপস্থাপনের আগে সেই সম্পর্কে বিশদ খোঁজখবর নিয়ে রাখা
→ ক্যাপ্টেনের সিদ্ধান্তকে চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নির্দ্বিধায় মেনে নেওয়া*
→ যেহেতু ফ্যান্টাসিয়া সুন্দর গানের শিল্পীদের জন্যই গঠিত, তাই প্রতিনিয়ত নিজেদের এবং সাধারণ মেম্বারদেরকে গানের উন্নতির ব্যাপারে গঠনমূলক পরামর্শ দেওয়া (ওয়ান টু ওয়ান বসলে সবচেয়ে ভাল)
→ প্রতিনিয়ত ফ্যামিলির মান উন্নয়নের জন্য সময় সুযোগ সাপেক্ষে কাজ করা
→ স্টারমেকারে ঢুকেই একবার অন্তত ফ্যামিলিতে জয়েনিং রিকোয়েস্ট গুলো চেক করে ব্যবস্থা নেওয়া
→ নতুন মেম্বার খোঁজার ব্যাপারে কারো গান চেক করে মতামত জানানো
→ চ্যাটবক্সে যতটা সম্ভব কারো কোন মতামতের ব্যাপারে গঠনমূলক রেসপন্স করা
→ ফ্যামিলি আয়োজিত কোন ইভেন্টে/অনুষ্ঠানে নিজ উদ্যোগে বিভিন্ন কাজের দায়িত্ব নেওয়া এবং অন্য সদস্যদেরকে সাহায্য করা
→ অ্যাডমিন গ্রুপের কোন সিদ্ধান্তই একা নেওয়া হয়না তাই, সবাই মিলে আলোচনার মাধ্যমে নেওয়া কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, এক্ষেত্রে সবাইকে এক হয়ে কাজ করতে হবে
→ অ্যাডমিনরা যেহেতু ম্যানেজমেন্টের সদস্য বা প্রতিনিধি তাই যেকোন জায়গাতে যে কোন কিছু বলার বা করার আগে সেই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখা
→ স্টারমেকারে ইনঅ্যাক্টিভ থাকা কোন সমস্যা না। তবে যখনই স্টারমেকারে আসবেন, ফ্যান্টাসিয়ার একজন গর্বিত, দায়িত্বশীল ম্যানেজমেন্ট সদস্য হিসেবে সকল বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া
→ সর্বপরি, একজন সাধারণ মেম্বার হিসেবে থাকাকালীন সময়ে আডমিনদের কাছ থেকে যে সাপোর্ট আশা করেছিলেন, তা বর্তমান মেম্বারদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা
→ স্টারমেকারের চেয়ে ব্যক্তিগত জীবনকে সবার আগে মূল্যায়ন করা বা সময় দেওয়া। এ ব্যাপারটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া এবং সবাইকে তা মনে করিয়ে দেওয়া।
→ আডমিনদের মিটিংএ অংশগ্রহণ করে মতামত দিয়ে টিমকে সাহায্য করা।
→ মিটিংএ আলোচনার মাধ্যমে যেহেতু সবাইকে সবার দায়িত্ব বন্টন করে দেওয়া হয় তাই যার যা দায়িত্ব তা পালন করা
→ কোন সাধারণ মেম্বাররা ইভেন্ট শেয়ারিং কোন পোষ্ট করার পর তা হোমপেইজ থেকে ব্লক করে করে দিলে ফ্যামিলির হোমপেইজটা সুন্দর দেখাবে (ইভেন্ট শেয়ারিং পোস্টঃ FANTASY TRAVEL WITH BESTIE; TEST YOUR CONFIDENT/RAMADAN-get free Prayers chance etc)
→ তুলনামূলক কম হাইলাইটস হয় এমন সদস্যদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদের গানে লাইক কমেন্ট করে তাদের উৎসাহিত করা
→ দায়িত্ব থেকে অব্যহতি নিতে চাইলে মিটিংএর মাধ্যমে সংগত কারণ থাকলে তা উপস্থাপন করে দায়িত্ব থেকে অবসর নেওয়া যেতে পারে। কারো সাথে মনোমালিন্য হলে ফ্যামিলি থেকে লিভ নেওয়া অন্তত অ্যাডমিন মেম্বারদের থেকে কোনভাবেই কাম্য নয়।
উপরোল্লেখিত দায়িত্বসমূহ যারা পালন করতে পারবেন, তারা ফ্যান্টাসিয়া ফ্যামিলির ম্যানেজমেন্টের অংশ হতে পারবেন। আপনার মতামতের মাধ্যমে আমরা আমাদের প্রিয় ফ্যামিলিকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো।
* ফ্যান্টাসিয়া অ্যাডমিন সম্পর্কিত কোন সিদ্ধান্তই ম্যানেজমেন্টের সাথে আলোচনা না করে ক্যাপ্টেন একা নিতে পারেন না
দায়িত্ব থেকে অব্যহতি নিতেঃ
→ অ্যাডমিন মেম্বারদের সাথে কারণ সমূহ সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে
→ কোন ব্যাক্তি বা কোন ঘটনাকে কেন্দ্র করে অব্যহতি নেওয়া যাবে না
→ কারো সাথে ব্যক্তিগত ঝামেলার কারণে ফ্যামিলি ছেড়ে যাওয়ার মাধ্যমে পদ থেকে সরে যাওয়া যাবেনা