Admin's Job

Admin's Job

অ্যাডমিন হওয়ার পূর্বশর্ত:

  • অন্য অ্যাডমিনদের কাজকে সাপোর্ট দেওয়ার মতো সময় দিতে হবে।
  • সুন্দরভাবে কমিউনিকেট করার মতো soft skills থাকতে হবে।
  • Teamwork করার মানসিকতা থাকতে হবে।
  • নেতৃত্ব নয়, বরং সেবামূলক মনোভাব থাকতে হবে।
  • পরিবারের সবার খোঁজখবর নেওয়ার মতো ধৈর্য ও আন্তরিকতা থাকতে হবে।

অ্যাডমিনদের দায়িত্ব:

  • Fantasia Family-তে অ্যাডমিন বা অ্যাসিস্ট্যান্ট পদ শুধুমাত্র তাদেরই দেওয়া হয়, যারা দায়িত্বশীল এবং পরিবারকে সময় দিতে সক্ষম। সবচেয়ে পুরনো, সবচেয়ে বড় গিফটার, জনপ্রিয়তা বা ভালো শিল্পী—এসব একমাত্র মানদণ্ড নয়।
  • সাধারণ মেম্বার থাকা অবস্থাতেই যে কেউ অ্যাসিস্ট্যান্টদের মতো ভূমিকা নিতে পারেন—তাদেরই এই টিমে অন্তর্ভুক্ত করা হয়।
  • নতুন সদস্যদের Technical Support দেওয়া।
  • বিভিন্ন Event, Game, Task সম্পর্কে মেম্বারদের আগেভাগে অবহিত করা।
  • পার্টি রুমে নতুন Guest এলে সম্মানপূর্বক Welcome জানানো।
  • Captain-কে কোনো বিষয়ে জানানোর আগে সেই বিষয়ের বিস্তারিত জেনে নেওয়া।
  • Captain-এর সিদ্ধান্তকে Final Decision হিসেবে মেনে নেওয়া।(***)
  • গানভিত্তিক ফ্যামিলি হওয়ায়, নিজের এবং অন্যান্য সদস্যদের Singing Skill Development নিয়ে গঠনমূলক আলোচনা করা। (বিশেষ করে ব্যক্তিগতভাবে—one-to-one পরামর্শ আরও কার্যকর।)
  • ফ্যামিলির মানোন্নয়নের লক্ষ্যে সময় সুযোগ অনুযায়ী কাজ করা।
  • স্টারমেকারে ঢুকেই Joining Request গুলো একবার দেখে নেওয়া এবং সম্ভাব্যদের গান অ্যাডমিন চ্যাটরুমে শেয়ার করা । মনে রাখা ভাল যে জয়েনিং এর পূর্বে বেশিরভাগ সদদ্যদের সমর্থন এবং ক্যাপ্টেনের সাথে বসে Short Interview বাধ্যতামূলক। ফ্যামিলিতে জয়েনিং এর পূর্বশর্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে অ্যাডমিন গ্রুপে Green Signal দেওয়া হলে কেবল মাত্র তখনই যেকোন অ্যাডমিন সদস্য Joining Request গুলো Accept করতে পারবেন। 
  • নতুন মেম্বার চিহ্নিত করার জন্য সম্ভাব্য সদস্যদের গান শুনে হ্যা/না মতামত দেওয়া।
  • চ্যাটবক্সে অন্যদের মতামতের উপর Constructive Response দেওয়া, চ্যাট গ্রুপের সর্বশেষ কমেন্ট যেন কোন অ্যাডমিনের থাকে।
  • ফ্যামিলির কোনো ইভেন্ট বা আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নেওয়া ও অন্যদের সহায়তা করা।
  • অ্যাডমিন গ্রুপে কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না। সবসময় আলোচনার মাধ্যমে Team-Based Decision বাস্তবায়ন করা হয়।
  • যেকোনো জায়গায় বক্তব্য দেওয়ার আগে বা কোন কিছু লেখার আগে অ্যাডমিন হিসেবে দায়িত্বশীলতা বজায় রাখা আবশ্যক, এমন কিছু থেকে নিজেকে সংযত রাখা যা ভবিষ্যতে বিবাদে রুপ নিতে পারে।
  • স্টারমেকারে অনিয়মিত থাকা সমস্যা নয়। তবে যখনই Active হবেন, তখন Fantasia-র একজন সম্মানিত প্রতিনিধি হিসেবে অন্তুত চ্যাট গুলোতে Hi/Hello করা বা বিভিন্ন বিষয়ে পরিবারের নিজেদের মতামত জানানো।
  • একজন সাধারণ মেম্বার থাকাকালীন যে Support পেতে চেয়েছেন, সেটাই বর্তমান মেম্বারদের দিতে চেষ্টা করবেন।
  • স্টারমেকারের চেয়ে ব্যক্তিগত জীবনকে সবার আগে মূল্যায়ন করা বা সময় দেওয়া। এ ব্যাপারটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া এবং সবাইকে তা মনে করিয়ে দেওয়া।
  • অ্যাডমিন মিটিংয়ে নিয়মিত অংশগ্রহণ করে Opinion Share করে দলকে সহায়তা করা।
  • দায়িত্ব ভাগ হয়ে গেলে নিজের দায়িত্ব পালন নিশ্চিত করা।
  • কেউ ফ্যামিলির হোমপেজে Event Sharing Post দিলে তা Hide করে হোমপেজ সুন্দর রাখার দায়িত্ব নেওয়া।(যেমনঃ FANTASY TRAVEL, TEST YOUR CONFIDENCE, Crazy Monster Post, Sunshine Farm ইত্যাদি)
  • পরিবারে যাদের হাইলাইট কম হয়, তাদের গান শুনে Like/Comment দিয়ে উৎসাহ দেওয়া।

গুরুত্বপূর্ণ নোট:

  • উপরের সব শর্ত পূরণে আগ্রহী ও সক্ষম হলে তবেই Fantasia Family-এর management team-এ যোগ দেওয়া সম্ভব।
  • আপনার মতামত আমাদের পরিবারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
  • (***) Captain নিজে থেকে কোনো অ্যাডমিন-সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। সব সিদ্ধান্ত ম্যানেজমেন্টের আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়।

অব্যাহতি নেওয়ার নিয়ম:

  • ব্যক্তি জীবনের কর্মব্যাস্ততা, Starmaker-এ দীর্ঘদিন সময় দিতে না পারা, অথবা অ্যাডমিন হিসেবে যথেষ্ট সময় বা কাজে না আসতে পারাসহ যেকোন ঝামেলার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাইলে Valid Reason সহ মিটিংয়ে আলোচনা করে সম্মানের সাথে পদত্যাগ করা যেতে পারে।
  • কোনো সদস্য বা Incident-কে কেন্দ্র করে হঠাৎ Leave নেওয়া একজন অ্যাডমিনের কাছ থেকে কাম্য নয়।

উপরোল্লেখিত দায়িত্বসমূহ যারা পালন করতে পারবেন, তারা ফ্যান্টাসিয়া ফ্যামিলির ম্যানেজমেন্টের অংশ হতে পারবেন। আপনার মতামতের মাধ্যমে আমরা আমাদের প্রিয় ফ্যামিলিকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। 



Post a Comment