Learn about Family

Learn about Family



ফ্যামিলি বা পরিবার কি?

একটি পরিবার হল সকল সঙ্গীতপ্রেমীদের একটি ছোট সংগঠন। এখানে আপনি সমমনা বন্ধু এবং আপনার গান গাওয়ার একটা পরিবেশ পাবেন।

ফ্যামিলিতে জয়নের সুবিধা কি?

স্টারমেকারে কোন আইডিকে কোন একটা ভাল ফ্যামিলির আওতায় রাখলে কিছু লাভ রয়েছে।
  • একটা ফ্যামিলিতে জয়েন করলে সেই ফ্যামিলির সদস্যদের সাথে পরিচিত হওয়া যায় এবং একটা সংগঠনের মতন থাকা যায়
  • আপনার গাওয়া গানে অন্যান্য মেম্বাররা লাইক-কমেন্ট করে পরস্পরকে একে অন্যের সাথে পরিচিয় করিয়ে দেবে
  • ফ্যামিলিতে আয়োজিত বিভিন্ন ইভেন্ট বা গেইমসে অংশগ্রহণ করে গিফট পেতে পারেন
  • স্টার মেকারে আপনার পরিচিতি বাড়ানো
  • নিজের প্রোফাইলের লেভেল বাড়ানো
  • বিভিন্ন রকমের মূল্যবান ট্যাগ পাওয়াসহ আরো অনেক কিছু

ফ্যামিলিতে একজন সক্রিয় মেম্বার হিসেবে DreamWorks/ Train Race এবং Daily Task গুলো মাঝে মাঝে করার চেষ্টা করা ভাল। যেগুলো কিনা আসলে খুবই সহজ কাজ এবং যেকোন পার্টি রুমের ভেতরে বসে থেকেও কাজগুলো করে ফেলা যায়। এতে করে আমাদের ফ্যামিলির এক্সপ্রেশন বাড়ে, এক্সপেরিয়েন্স বাড়ে এবং তার একটা গুড ইম্প্যাক্ট সবার উপরেও আসে। অনেক মেম্বারদের কাছে এই কাজগুলো বিরক্তিকর মনে হলেও আসলে কাজগুলো খুবই সহজ। সময় নিয়ে বসে এগুলো করার দরকার নেই। তবে স্টারমেকারে এলে যে কোন পার্টিই রুমে বসে আড্ডা দিতে দিতেও এইগুলা করা যায়। যেহেতু এইগুলোর সাথে গান গাওয়ার কোন সম্পর্ক নেই তাই আপনি চাইলে এইগুলোকে সম্পুর্ন বাদ দিয়েও ফ্যামিলিতে থাকতে পারেন।

ফ্যামিলির সদস্য হিসেবে সবারই নিজেকে দায়িত্ববান মনে করা উচিত এবং অন্যান্য যেকোনো নতুন মেম্বারদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে পাশে থাকার চেষ্টা করা ভাল। আমাদের ফ্যামিলিতে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শুধুমাত্র তারাই দায়িত্ববান সেরকম না কিন্তু, ফ্যামিলিকে সুন্দর করে সাজানো গোছানোর দায়িত্ব আমাদের সবার। তাই প্রত্যেকের অবস্থান থেকে নতুন মেম্বারদেরকে বা ইন্যাক্টিভ মেম্বারদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করে সেই ব্যাপারে তাগাদা দেওয়াও একটা বড় ব্যাপার।


ব্যক্তিগত জীবনে আমরা যেমনই হই না কেন কিন্তু স্টারমেকারে এসে আমারা সবচেয়ে ভালো চেহারাটা দেখানোর চেষ্টা করি। এখানে আমরা সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয় এবং আমরা শুধুমাত্র স্টার মেকারে গান গাইতে আসি না, We come here to share the love and WE share a lot about our life. তবে গান গাইতে এসে মান হারিয়ে যেতে যেন না হয় সে ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে। আর নিজের বিনোদন যেন আপনার ব্যক্তিগত জীবন আর কর্মজীবনকে খেয়ে না ফেলে সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। ব্যাক্তিগত আলাপ, কৌতুহল এইখানে না দেখানোই সবচেয়ে ভাল।



(মতামত জানাবেন, বাকীটুকু লেখা হবে)  

Post a Comment