_Captain's Deck

Captain's Deck


মূলত ক্যাপ্টেন যা যা করেন সেগুলোই কো ক্যাপ্টেনের কাজ

কো-ক্যাপ্টেন হওয়ার পূর্বশর্তঃ
→ সুন্দরভাবে কমিউনিকেশন করার মতন সফট স্কিল
→ ম্যানেজমেন্ট বুঝতে হবে 
→ শাসন না, বরং সেবা দেওয়ার মনোভব থাকতে হবে 
→ পরিবারের সবার খোঁজ-খবর নেওয়ার মতন ধৈর্য্য
→ ক্যাপ্টেন বা কো-ক্যাপ্টেনদের কাজে আসা যায় এমন পরিমাণে সময় দিতে হবে 

ক্যাপ্টেনের দায়িত্বঃ
→ সকল মেম্বারদের খোঁজ খবর রাখা 
→ আরো সুন্দরভাবে গান করার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে উৎসাহ প্রদান করা
→ যে কারো যে কোন বিষয়ে জিজ্ঞাসা থাকলে তার উওর জানানো
→ ফ্যামিলি আয়োজিত বিভিন্ন ইভেন্টে যোগদান করা
→ অভ্যন্তরীণ কোন বিবাদ থাকলে তা সুষ্ঠভাবে সমাধান করা
→ অত্র ব্লগের কন্টেন্ট নিয়মিত আপডেট করা 
→ প্রতি মাসে 'গান শুনে যান' অনুষ্ঠান  এবং সবাইকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বন্টন করা
→ Party Guru, Talent Singer, Popular singer, V-Tag সহ অন্যান্য টাগের জন্য Recommad করা
→ প্রতি মাসে Family Title পরিবর্তন করা
→ নতুন/পুরনো সদস্যদের Add/remove করা 
→ অ্যাডমিন সদস্যদের কাজ বন্টন এবং তদারকি করা 
→ ফ্যামিলির ভেতরে কারো সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে কোন বিবাদ হলে তার সমাধান করা কোনভাবেই ক্যাপ্টেনের দায়িত্বের ভেতরে পড়ে না
→ প্রতিটা ফ্যামিলি মেম্বারই এখানে প্রাপ্তবয়স্ক। তাই প্রত্যেকেই তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, এই ব্যাপারে ক্যাপ্টেনের কোনভাবেই কাউকে প্রভাবিত করার ক্ষমতা রাখেনা এবং তা দায়িত্বের ভেতরেও পড়ে না 

দায়িত্ব থেকে অব্যহতি নিতেঃ
→ অ্যাডমিন মেম্বারদের সাথে কারণ সমূহ সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে
→ কোন ব্যাক্তি বা কোন ঘটনাকে কেন্দ্র করে অব্যহতি নেওয়া যাবে না
→ কারো সাথে ব্যক্তিগত ঝামেলার কারণে ফ্যামিলি ছেড়ে যাওয়ার মাধ্যমে পদ থেকে সরে যাওয়া যাবেনা 



কো-ক্যাপ্টেনের দায়িত্বঃ

→ সাধারণত ক্যাপ্টেনকে সহয়তা করাই কো-ক্যাপ্টেনদের কাজ 
→ ক্যাপ্টেন ও কো-ক্যাপ্টেনের কাজ মূলত একই 

Post a Comment