ভেরিফাইড ট্যাগের আদ্যোপান্ত

ভেরিফাইড ট্যাগের আদ্যোপান্ত

 




Verified Tag

আপনারা সম্ভবত সকলেই অবগত আছেন ভি-ট্যাগ বা ভেরিফাইড ট্যাগের ব্যাপারে। এটা কমলা রঙের একটা ট্যাগ এবং স্টারমেকারের অন্যতম সম্মানের একটা স্মারক। 

ভেরিফাইড ট্যাগ পাওয়ার দুইটা উপায় আছে। 

১। ফ্যামিলি থেকে রিকমান্ডেশন

এই পদ্ধতিতে কিছু Requirements লাগবে

  • আপনার আইডি লেভেল ৪৮ + হতে হবে
  • ফলোয়ার্স হতে হবে ৮০০০+
  • গিফট পাওয়া স্টারের সংখ্যা ৫০০০ এর বেশি হতে হবে
  • কভারের সংখ্যা বা গানের সংখ্যা হতে হবে ৫০+
  • শর্ট ভিডিও থাকতে হবে ৫+
  • প্রোফাইলে নিজের অন্তত ৫+ ছবি থাকতে হবে
উপরের সবগুলো থাকলে ফ্যামিলির ক্যাপ্টেন আপনাকে ভি-ট্যাগের জন্য Recommend করতে পারবেন। তবে, এইগুলো থাকলেও যে আপনি ট্যাগ পাবেন তার নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। স্টারমেকার কর্তৃপক্ষ যেদিন ইচ্ছা সেদিন দিবেন। ৩ মাস থেকে শুরু করে বছরও লেগে যেতে পারে।  


২। অডিশনের মাধ্যমে

(বিঃদ্রঃ অডিশনের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তন হয় তাই একদম সঠিক তথ্য পেতে স্টারমেকারের WhatsApp গ্রুপ থেকে নিশ্চিত হয়ে নেবেন। এই লেখা কোন অফিসিয়াল দ্বারা ভেরিফাইড নয়, এটা কেবল আমি যতটুকু জানি তার উপরে লেখা)

এইটার জন্য উপরে উল্লেখিত কোন কিছু থাকা লাগবে না।  তবে কিছু নিয়ম আছে যা নিচে বিস্তারিত দেওয়া হল।

আবেদনের যোগ্যতাঃ

  • আবেদনকারীর আইডি লেভেল হতে হবে ২০+ পাশাপাশি খুবই চমৎকার কণ্ঠস্বর, দক্ষ-নিখুঁত গায়কী থাকতে হবে
  • এই অনুষ্ঠানটি শুধুমাত্র বাংলাদেশীদের জন্য। আবেদনকারি শিল্পী অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং তাদের স্টারমেকার আইডি বাংলাদেশ রিজিয়নে হতে হবে এবং আইপি (IP: Internet Protocol) অবশ্যই বাংলাদেশের অন্তর্গত হতে হবে (Profile>Setting>General Setting>Region)। যদি গায়ক এই নিয়ম না মানেন, তিনি অডিশনে অংশগ্রহণের যোগ্যতা হারাবেন
  • শিল্পীদের শুধুমাত্র বাংলাদেশী শিল্পীদের গাওয়া বাংলা গান গাইতে দেওয়া হয়। ভারতীয় বাংলা গ্রহণযোগ্য নয়

স্টারমেকারের পদ্ধতিঃ
  • আবেদনের তারিখ ও সময়: প্রতিটি অডিশনের আগে বাংলাদেশ স্টারমেকার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ফর্ম পাঠানো হয়। অডিশনের জন্য প্রতি মাসের ২য় ও ৪র্থ সোমবার আবেদন গ্রহণ করা হবে। 
  • সকল ফ্যামিলি ক্যাপ্টেন দ্বারা জমাকৃত আবেদনের ভেতর থেকে প্রথম 30টি বৈধ আবেদনকারীকে অডিশনের জন্য বেছে নেওয়া হবে। এবং তাদের লিস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিশনের ২ দিন আগে জানিয়ে দেওয়া হবে। 
  • অডিশনের তারিখ ও সময়:  প্রতি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫ঃ৩০ থেকে ৭ঃ৩০  পর্যন্ত অডিশন নেওয়া হয় (যদি অডিশনের তারিখ পরিবর্তন হয়  তবে তা অফিসিয়াল হোয়াটস অ্যাপ গ্রুপ এবং স্টারমেকার অফিসিয়াল অ্যাকাউন্টে জানিয়ে দেওয়া হয়)
  • অডিশনের স্থানঃ স্টারমেকার বাংলাদেশের অফিসিয়াল রুমে এই অনুষ্ঠান হয়ে থাকে; রুম আইডিঃ 212139 (রুমে যেতে ক্লিক করুন এখানে )
  • প্রতিটি শিল্পী অডিশন রুমে ৩ মিনিট সময় পাবেন গান করার জন্য
  • স্টারমেকারের কর্মকর্তারা বিচারকের দায়িত্ব পালন করবেন এবং অডিশনের পর ৩ জন বিজয়ীর  নাম ও এসআইডি অফিসিয়াল রুমে শেয়ার করা হবে। (অডিশন শুক্রবার হলে বুধবার রেজাল্ট দেওয়া হবে) সেরা ৩ জন শিল্পী পাবেন অরেঞ্জ ভি ট্যাগ (ভেরিফাইড সিঙ্গার ট্যাগ)
  • গান গাওয়ার সেটিংসঃ এখন পর্যন্ত রুমের কোন সেটিংসে-এর ব্যাপারে জানা হয়নি। যেকোন Pitch, Effect ব্যাবহার করা যাবে। কোন গিফটিং দ্বারা ফলাফল প্রভাবিত করা হবেনা। 
ফ্যামিলির ক্যাপ্টেনের দায়িত্বঃ
  • প্রতিটি ফ্যামিলি ক্যাপ্টেন অফিসিয়াল অডিশনে যোগদানের জন্য শুধুমাত্র ১ জন ফ্যামিলি মেম্বার(শিল্পী)কে সুপারিশ করতে পারেন। একমাসে দুইটা অডিশন হয় এবং প্রতি মাসে ১ জনের বেশি নয়। কারণ পরপর ২বার রিকোম্যান্ড করা যাবে না।
  • প্রতিটি অডিশনের আগে বাংলাদেশ স্টারমেকার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ফর্ম পাঠানো হয়। সেই গুগল ফর্মে নিম্নে উল্লেখিত তথ্য দিয়ে খুবই তাড়াতাড়ি পূরণ করতে হবে।   
    • ক্যাপ্টেনের নাম
    • ক্যাপ্টেনের এসআইডি
    • ক্যাপ্টেনের রুম আইডি
    • ক্যাপ্টেনের আইডি লেভেল (কমপক্ষে ৪৫ হতে হবে)
    • ক্যাপ্টেনের ফ্যামিলি লেভেল (কমপক্ষে ৩ হতে হবে)
    • শিল্পীর ফ্যামিলি এসআইডি
    • শিল্পীর স্টারমেকারের নাম
    • শিল্পীর ফ্যামিলি আইডি
    • শিল্পীর ফ্যামিলির নাম 
* যেহেতু ১ম ৩০ জন আবেদনকারীকে নেওয়া হবে তাই গুগল ফর্মের লিংক দেওয়ার সাথে সাথেই পূরন করতে না পারলে সেই অডিশনে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
* প্রয়োজনীয় সংখ্যাক এন্ট্রি পূরণের পর ফরম বন্ধ হয়ে যায়


বিধিনিষেধঃ
  • কোন শিল্পী পরপর দুটি অডিশনে অংশগ্রহণ করতে পারবেন না
  • একই অডিশনে একই পরিবারের একাধিক শিল্পী অংশগ্রহণ করতে পারবেন না
  • অডিশনে সর্বনিম্ন স্কোরকারী শিল্পী এবং অনুপস্থিত শিল্পী পরবর্তি ১ মাস পুনরায় আবেদন করতে পারবেন না 
  • একজন ক্যাপ্টেন পরপর ২ বার কোন রিকোম্যান্ডেশন করতে পারবেন না। অর্থাৎ মাসে দুইবার অডিশন হলেও, একমাসে একজন ক্যাপ্টেন কেবল একজন শিল্পিকেই অডিশনে রিকোম্যান্ড করতে পারবেন
  •  একজন ক্যাপ্টেন যদি নিজেকে রিকোম্যান্ড করতে চান তাহলে তাকে অন্য ফ্যামিলির কোন ক্যাপ্টেনের কাছ থেকে রিকোম্যান্ডেশন নিতে হবে 
ক্যাপ্টেন ফোরামের একটা মাল্টিরুম আছে, যেখানে অন্যান্য ক্যাপ্টেনদের সাথে কথা বলবে পারবেন নিচের এই লিংকে;
রুমের নামেঃ 🅲︎🅰︎🅿︎🆃︎🅰︎🅸︎🅽︎'🆂︎💢🅵︎🅾︎🆁︎🆄︎🅼︎
রুমের আইডিঃ 2019187
রুমের লিংকঃ Click here

সাধারণ প্রশ্নঃ
১। একজন ক্যাপ্টেন যদি নিজেই ভি-ট্যাগ প্রার্থী হয় সেক্ষেত্রে তাকে Recommend করবে কে??
উত্তরঃ ভি-ট্যাগ প্রার্থী ক্যাপ্টেনকে অন্য কোন ফ্যামিলি  একজন ক্যাপ্টেন Recommend করবেন।
উদাহরনঃ ভি-ট্যাগ প্রার্থী কবি  Fantasia ফ্যামিলির ক্যাপ্টেন। তাকে Recommend করবেন OML ফ্যামিলির ক্যাপ্টেন সুমী। সেইক্ষেত্রে  সুমী OML ফ্যামিলির কাউকে আর ওই যাত্রাতে  Recommend করতে পারবে না। এমনকি কবিও Fantasia ফ্যামিলির কাউকে ওই পর্বে Recommend করতে পারবে না কারণ তাহলে একই পর্বে Fantasia ফ্যামিলির ক্যাপ্টেন এবং অন্য একজন মেম্বার ভি-ট্যাগ অডিশনে চলে যাবে। অর্থাৎ, ক। একই ফ্যামিলি থেকে এক ইভেন্টে একাধিক কেউ যেতে পারবে না; খ। একজন ক্যাপ্টেনকে আরেকজন ক্যাপ্টেনকে Recommend করতে পারবেন।  
(এই নিয়মটা পাল্টাবে বলা হয়েছে, কিন্তু এখনো কোন আপডেট আসেনি)



সতর্কতাঃ
স্টারমেকারে কারো কাছে ভি-ট্যাগের জন্য টাকা-পয়সা দিয়ে প্রতারিত হবেন না। টাকা দিয়ে V-Tag পাওয়া যাবে না।


স্টারমেকার অফিসিয়াল হতে সর্বশেষ পাওয়া মেসেজঃ 

Dear all, 
When I made policy for v-tag audition, self recommendations was off, but as all of you requested to open that I consider this and one thing I'm also considering any Bangla song allowed for audition. And before next audition there will some Changes about v-tag policy and google form recommendations. Thanks for understanding.

29 January 2022 02:08 JST

Dear users,extremely sorry in this  month only one audition will taken.As this week is the last week in this month, tomorrow at 6pm i will send the Google form in this group for audition, rules and policy will be Change. I will send the rules and policy today night.

20 February 2022 02:26 JST


This time i'm considering all of you who filled form for verified singer audition, first 30 singers will participate next Friday(9.30am) and rest of the singers will participate next audition.
এবার আমি আপনাদের সকলকে বিবেচনা করছি যারা যাচাইকৃত গায়ক অডিশনের জন্য ফর্ম পূরণ করেছেন, প্রথম 30 জন গায়ক আগামী শুক্রবার (সকাল 9.30) অংশ নেবেন এবং বাকি গায়করা পরবর্তী অডিশনে অংশগ্রহণ
I got several msg about timing, so me and imtiaz decided to make this poll. Give your vote here we will consider the time which will get higest vote.
Dear captain apnara ai link a giye audition er duita time deya hoyeche, vote diye apnar preferable time janiye din.

Audition will be held on May 14, 2022 Saturday 5pm BD Time

রুম আইডিঃ 212139 (অডিশনের জন্য রুমে যেতে ক্লিক করুন এখানে )

12 May 2022 22:32 JST


===========================X===========================



Talent Singer

ট্যালেট সিংগার ভিট্যাগের চেয়ে একটু কম র‍্যাংকিয়ের হলেও এইটার জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হয়। 
আপনার প্রোফাইলে আপনার অর্জন বলতে বিভিন্ন ট্যাগ থাকলে নিশ্চয় সেগুলো আপনার প্রোফাইলকে আরো জণপ্রিয় করে তুলবে, আকর্ষণীয় করে তুলবে। ট্যালেন্ট ট্যাগ প্রতি মাসেই রিসেট হয়। তাই এইটার ধারাবাহিকতা বজায় রাখতে গেলে প্রতিমাসেই এর রিকোয়ার্মেন্ট ফিল-আপ করতে হবে। 


রিকোয়ার্মেন্টসঃ
১। প্রতি মাসে অন্তত ১০০ মিনিট পরিমাণ বা ২০টা গান গাইতে হবে।(টিপসঃ পার্টিরুম বা পোষ্ট যেকোন জায়গাতে গাইলেই চলবে।)
 
২। অন্তত A++ রেটিং হয় এমন ৪ টা গান পোষ্ট করতে হবে। (টিপসঃ শর্ট গানগুলোতে A++ রেটিং আনা সহজ তাই এই রিকোয়ার্মেন্টস ১ দিনেই পূরণ করা সম্ভব)

৩। অন্তত ১০০ বা তার চেয়ে বেশী নতুন ফলোয়ার্স পেতে হবে (টিপসঃ পুরনোদেরকে আনফলো করে নতুন করে ফলো করলে কাজ হতে পারে)

কীভাবে ট্যাগের জন্য ফ্যামিলি মেম্বাররা আপ্লাই করবেনঃ 
নিজেদের প্রোফাইলে গিয়ে Verified এ ক্লিক করলেই দেখতে পাবেন Talent ট্যাব। এখানেই আপনি দেখতে পারবেন আপনার আর কতদূর যেতে হবে। রিকোয়ার্মেন্ট ফিল আপ হলে Apply করতে হবে ফ্যামিলির ক্যাপ্টেনের কাছে। 

ক্যাপ্টেন কোন সদস্যর কাছ থেকে এটা জানতে পারলে সে নিজেই দেখে নিতে পারবে। 
কেবল ফ্যামিলির ক্যাপ্টেনই এই ট্যাগের জন্য তার ফ্যামিলির কোন সদস্যদের রিকোম্যান্ড করতে পারবেন। এজন্য ফ্যামিলির হোমপেইজ থেকে Control>Apply for Certification>Talent এ ক্লিক করলেই বর্তমানে কে কে এই ট্যাগের জন্য উপযোগী তা দেখাবে। 


রিকোম্যান্ড করার কয়েকদিন পরেই সদস্যের প্রফাইলে এই ট্যাগ দেখা যাবে। 

===========================X===========================

Popular Tag; Party Guru Tag

এটা একটা হলুদ ব্যাজ যেটা আপনার প্রোফাইলের শোভা বর্ধন করবে এবং এটা অন্য ভাষায় পার্টি গুরু এবং পপুলার ট্যাগ। পার্টি গুরু এবং পপুলার ট্যাগ একসাথেই আসে। যখন ফ্যামিলির ক্যাপ্টেন আপনাকে পার্টি মাতিয়ে দেওয়ার মতন জনপ্রিয় একজন শিল্পী হিসেবে মনে করবেন তখন তিনি ফ্যামিলির রুম থেকে আপনার কোন একটা গানকে রিকোম্যান্ড করলে আপনার প্রোফাইলে এই ব্যাজ যোগ হবে। 
যাদের রুম লেভেল ৩ বা তার অধিক, তারা সপ্তাহে একজনকে এই ট্যাগের জন্য রিকোম্যান্ড করতে পারবেন। রুমের লেভেল অনুযায়ী সংখ্যারও কম বেশী আছে। 

কেউ রিকোম্যান্ড করতে চাইলে তার রুম যেয়ে Room Info>Manage Recomandation> Party Guru
যাকে রিকোম্যান্ড করতে চান তার কোন একটা গানের লিংক কপি করে এখানে পেস্ট করে Submit করলেই তার প্রোফাইল দেখাবে এখানে। 



যে রিকোম্যান্ডেশন পাবে, তাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।  কয়েকদিনের ভেতরে স্টারমেকার থেকে তার প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে এই ট্যাগ যুক্ত হয়ে যাবে। 




পপুলারট্যাগ বা পার্টিগুরু টিকিয়ে রাখতে  গেলে নিচের নিয়মগুলো মানতে হবে। নতুবা ট্যগটা মুছে যাবে। তখন আবার কোন রুম থেকে রিকোম্যান্ড করলে পূর্বের মুছে যাওয়া ট্যাগসহ আবার আরেকটা নতুন ট্যাগ পাওয়া যাবে। 





Post a Comment