Learn what NOT to do
সাবধানতাঃ
- স্টারমেকারে কণ্ঠ বা গান শুনে প্রেমে পড়ে, পচে, গলে নষ্ট হতেও দেখা গেছে তাই অনুগ্রহ করে নিজের ব্যাক্তিগত তথ্য কেউ চাইবেনও না আর কেউ চাইলে তা অকপটে দেওয়াটা নিরাপদ হবে না। মোবাইল নম্বর, ফেসবুক, হোয়াটসআপ ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকতে পারলে আপনি ঝামেলামুক্ত থাকতে পারবেন।
- যেহেতু স্টারমেকার অ্যাপের End to End Data Encryption Policy খুব একটা ভাল না, তাই সফটওয়ারের Bug এর কারণে পার্টিরুমে বসে গল্প করলে তা আড়ি পেতে আপনার অজান্তে শুনে ফেলতে পারে যে কেউউ, অতএব সাধু সাবধান। আপনার কথা রেকর্ড করে বা ইনবক্সের চ্যাটের স্ক্রিনশট তুলে পরবর্তিতে তা দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে মিষ্টভাষী কিছু সুযোগ সন্ধানীরা। তাই এসকল ব্যাপারে খুবই খুবই সতর্ক থাকার জন্য নিজের প্রতি খেয়াল রাখবেন।
- অনেকেই স্টারমেকারে V-Tag, Brodcaster Tag, Talent Tag সহ বিভিন্ন ট্যাগ পাইয়ি দেওয়ার জন্য টাকা পয়সার প্রলোভন দেখিয়ে হাতিয়ে পারে আপনার মূল্যবান উপার্জন, তাই কারো সাথে টাকা পয়সা লেনদেন করবেন না
- কারো সাথেই অযথা কোন তর্কে জড়াবেন না। মতামত ভাল না লাগলে আপনি বিনয়ের সাথে ব্যাপারটা এড়িয়ে গেলে সবচেয়ে ভাল। অনেক ক্ষেত্রে এইসব তর্কাতর্কির কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয় এবং দীর্ঘদিন ধরে গড়ে তোলা সম্পর্ক ভেঙে যায়।
- কোন ফ্যামিলিতে জয়েন করলে সেখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মে, বিভিন্ন যোগ্যতার, বিভিন্ন মতামতের মানুষ থাকবে এটাই স্বাভাবিক। কারো কার্যক্রম পছন্দ না হলে বিনয়ের সাথে পরামর্শ দেওয়া অথবা সম্পূর্ণ এড়িয়ে যাওয়া ভাল।