We believe in the power of togetherness. Nothing great can be accomplished alone. We’re here for the good, but to make it better and to be striving for the best; support, companionship and mutual effort are essential. It is an immense pleasure to be having so much support from our partners and we’re very grateful to each and every one of them.
→ We are a family that works together. We have each other's back. In here, all the members altogether think of Fantasia as a family and we are actually. We like to keep the environment here friendly and as easygoing as possible by helping, supporting, and showing mutual respect to each other
→ We think birthdays are very special to each individual. So each member's birthdays are celebrated with a whole heart here. Additionally, we dedicate a family cover to the birthday boy/girl
→ Here at Fantasia, we are from different time-zone and we make sure that everyone has the flexibility to sing, wherever, whenever they feel like
→ Each month, members are elected for family titles. Depending on the efforts given and the quality of singing. All the performances are evaluated in a non-biased term
→ Once a month the 'Gaan Shune Jan' event is an attempt to bring all the members together in Fantasia and we invite everyone to celebrate the event.
→ All the personal information shared in Fantasia, stays protected. We do not or will not disclose any information without consent.
→ All the personal information shared in Fantasia, stays protected. We do not or will not disclose any information without consent.
____________________________
ফ্যান্টাসিয়ায় জীবন
→ আমরা ঐক্যের শক্তিতে বিশ্বাস করি। মহান কিছুই একা সম্পন্ন করা যাবে না. আমরা এখানে ভালোর জন্যই আছি, কিন্তু এটিকে আরও ভালো করার জন্য এবং সর্বোত্তমটির জন্য চেষ্টা করার জন্য; সমর্থন, সাহচর্য এবং পারস্পরিক প্রচেষ্টা অপরিহার্য। আমাদের অংশীদারদের কাছ থেকে এত বেশি সমর্থন পাওয়াটা অত্যন্ত আনন্দের এবং আমরা তাদের প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
→ আমরা একটি পরিবার যারা একসাথে কাজ করে। ফ্যান্টাসিয়াতে প্রত্যেকে একই অনুভূতি পায় যে এটি একটি পরিবারের মতো মনে হয়, এবং আমরা পরিবার। পরিবেশটি খুবই বন্ধুত্বপূর্ণ যেখানে প্রত্যেকে একে অপরকে সম্মান এবং সততার সাথে সাহায্য করতে এবং সমর্থন করতে প্রস্তুত।
→ কেউই উদযাপনের সুখ থেকে বঞ্চিত হয় না - প্রত্যেকে তাকে উত্সর্গীকৃত একটি কভার সহ জন্মদিন উদযাপন পায়
→ আপনি যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের কাছাকাছি বা দূরে, গান গাওয়ার সময় নিয়ে আপনাকে ভাবতে হয়না তাই আপনি থাকেন নিশ্চিন্তে।
→ প্রতি মাসে একবার টাইটেলের মাধ্যমে ফ্যান্টাসিয়াতে সমস্ত সদস্যের পারফরম্যান্সকে মূল্যায়ন এবং প্রশংসা করা হয়।
→ আমরা একটি পরিবার যারা একসাথে কাজ করে। ফ্যান্টাসিয়াতে প্রত্যেকে একই অনুভূতি পায় যে এটি একটি পরিবারের মতো মনে হয়, এবং আমরা পরিবার। পরিবেশটি খুবই বন্ধুত্বপূর্ণ যেখানে প্রত্যেকে একে অপরকে সম্মান এবং সততার সাথে সাহায্য করতে এবং সমর্থন করতে প্রস্তুত।
→ কেউই উদযাপনের সুখ থেকে বঞ্চিত হয় না - প্রত্যেকে তাকে উত্সর্গীকৃত একটি কভার সহ জন্মদিন উদযাপন পায়
→ আপনি যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের কাছাকাছি বা দূরে, গান গাওয়ার সময় নিয়ে আপনাকে ভাবতে হয়না তাই আপনি থাকেন নিশ্চিন্তে।
→ প্রতি মাসে একবার টাইটেলের মাধ্যমে ফ্যান্টাসিয়াতে সমস্ত সদস্যের পারফরম্যান্সকে মূল্যায়ন এবং প্রশংসা করা হয়।
→ প্রতি মাসে একবার 'গান শুনে যান' অনুষ্ঠানের মাধ্যমে ফ্যান্টাসিয়াতে সমস্ত সদস্যের একবারের জন্য একত্রিত করার চেষ্টা করা হয় পাশাপাশি সবাই সবার বন্ধুদেরকে ডেকে এনে এই অনুষ্ঠানকে উদযাপন করে থাকে
→ আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ফ্যান্টাসিয়া ছাতার অধীনে সুরক্ষিত। আপনার গোপনীয়তা নিশ্চিত করতে আমরা আপনার ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করার প্রতিশ্রুতিবদ্ধ।
→ আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ফ্যান্টাসিয়া ছাতার অধীনে সুরক্ষিত। আপনার গোপনীয়তা নিশ্চিত করতে আমরা আপনার ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করার প্রতিশ্রুতিবদ্ধ।
__________________________________________________________
আমরা কীভাবে কাজ করি
ফ্যান্টাসিয়াতে প্রতিটা কাজের জন্য একটা আদর্শ অনুসরণ করা হয়। এই আদর্শ বা Standard আমাদের অ্যাডমিন টিমের সাথে আলোচনা করে সেট করা হয়। মনে রাখতে হবে কোন ক্ষেত্রেই ফ্যামিলিতে ক্যাপ্টেন একা কোন সিদ্ধান্ত নিতে পারেনা।
ফ্যান্টাসিয়া ফ্যামিলিকে স্টারমেকারের অন্যতম সেরা ফ্যামিলি হিসেবে গড়ে তুলতে প্রতিটি সদস্যদের গুরুত্ব অনেক। তাই আমরা কয়েকটা স্ট্যান্ডার্ড সেট করেছি যেগুলোর সাথে পারতপক্ষে আমরা কম্প্রোমাইজ করিনা।
ফ্যামিলিতে জয়েনের জন্য যা যা বিবেচনা করা হয়ঃ
প্রথমতই আমরা কোন মানুষকে বিচার করতে বসবো না। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে স্টারমেকারে গান করতে আসেন। বেশির ভাগই আমরা বিনোদনের জন্য কাজের ফাঁকে একটু আসি স্টারমেকারে গান গাইতে। সবাই ব্যাপারটাকে খুব সিরিয়াসলিও নেন না। তাই অন্তত মোটামুটি একটা কোয়ালিটি যাদের আছে তাদেরকে আমরা আমাদের ফ্যামিলিতে সুযোগ দেবো।
যে যে বিষয় বিবেচনা করা হয়ঃ
1. Singing knowledge: এইটা একজন শিল্পীর কণ্ঠ, সুর, তাল, ছন্দ, উচ্চারণ ও গায়কী উপস্থাপনের গুণাবলী; এইগুলো যতটা শ্রুতিমধুর এবং Entertaining হবে ততটা গুরুত্ব পাবে।2. Technical knowledge: কোন সেটিংএ গাইতে হবে, কীভাবে গাইতে হবে, কী ধরণের ক্যাপশন দেওয়া যাবে, কোথায় কী লিখতে/বলতে হবে কি হবে না এই জ্ঞানটা আমরা শেয়ার করতে পারবো; এই জায়গাটা যারা অভিজ্ঞ তারা শিখিয়ে দিতে পারবেন। তাই এইগুলোকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া।
3. Personality: কেমন মানুষ হতে পারে সেটা বিবেচনার জন্য অবশ্যই ফ্যান্টাসিয়াতে একটা শর্ট ইন্টারভিউরের প্রথা চালু আছে। ক্যাপ্টেনসহ দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন সদস্যদের নিয়ে আয়োজিত সেই ইন্টারভিউয়ে আমরা চেষ্টা করি সেই মানুষকে কিছুটা বুঝে নেওয়ার যে তিনি আমাদের ফ্যামিলির কোয়ালিটির সাথে নিজেকে মেলাতে পারবেন কিনা। এক্ষেত্রে তার প্রোফাইলের ছবি, তার ফলোয়ার্স ইত্যাদিও দেখা হয়।
4. Multiple IDs not allowed: উপরের ৩টা গুণাবলী থাকলেও তার যদি অন্য কোন ফ্যামিলিতে কোন আইডি থাকে তাহলে আমরা তাকে সেইখানেই সময় দিতে উৎসাহ দিয়ে থাকি। আমরা চাই একজন মানুষের একটাই পরিচয় থাকুক।
ফ্যামিলির টাইটেলগুলো (Titles) দেওয়া হয় যা যা বিবেচনা করেঃ
আমরা বিশ্বাস করি ফ্যান্টাসিয়ার সবাই দুর্দান্ত গান করেন। কেউই কারো চেয়ে কম না। তাই আমরা গানের বিচারে টাইটেল দিতে চাইলে সেটা সম্ভব হবে না আমাদের ফ্যামিলির লেভেলের কারণে।
ফ্যান্টাসিয়া ফ্যামিলি বর্তমানে ৯ লেভেলে, তাই আমারা চাইলেও Main Vocalist (৫ জন), Vocalist (৭ জন), Rising Star (১০ জন), Prince (৫ জন), Princess (৫ জন) ও Boss(৩ জন) এর বেশী দিতে পারিনা।
তাই আমরা চেষ্টা করি সবাইকেই যেন এই টাইটেলগুলো পরিবর্তন করে দেওয়া হয় তাতে সবাই কমপক্ষে একবার হলেও এই টাইটেলগুলোর স্বাদ পায়।
তবে কিছু বিষয়ের উপর নির্ভর করে আমরা অ্যাডমিন সদস্যরা একটা মিটিংএর মাধ্যমে মাসের ১ম দিনে এই টাইটেলগুলো নতুন করে সেট করে দিয়ে সদস্যদের সম্মানিত করা হতো। পরবর্তীতে সকল অ্যাডমিনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাপ্টেন স্বয়ং এই টাইটেল সেট করে থাকেন। তবে যাদের টাইটেল পাল্টে দেওয়া হয় বা দেওয়া হয়না, সেটা কখনই তাদের পারফরমেন্স খারাপের কারণে না। বরং তুলনামূলকভাবে অন্য সদস্যদের সুযোগ দেওয়ার জন্য পুরনো টাইটেলধারকদের টাইটেল নিয়ে নিতে হয়। পজিশন সংখ্যা বাড়ানোর জন্য ফ্যামিলির লেভেল বাড়াতে হয়।
যে যে বিষয় বিবেচনা করা হয়ঃ
১। কী পরিমাণ EXP ফ্যামিলিতে Contribution করেন (ডেইলি টাস্ক/গানপোস্টের মাধ্যমে)
২। কতটা বেশী বা কোয়ালিটি বজায় রেখে পার্টিরুমে গান করেন। পার্টি রুমে গান করা গুরুত্বপূর্ণ
৩। ফ্যামিলিতে কতটা Active থাকেন (Inactive থাকলে এই টাইটেল দেওয়ার কোন মানে থাকেনা)
৪। যিনি পূর্বে কোন টাইটেল পাননি তাকে টাইটেল দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করি আমরা৫। কে কী পরিমাণে জনপ্রিয়তা লাভ করছেন। সেটা চ্যাট গ্রুপের আক্টিভিটির উপর বিবেচনা করা যেতে পারে
* স্টারমেকারের কিছু শর্ত সিস্টেমে দেওয়া আছে যেগুলো পূরণ না করলে এই টাইটেল গুলো দেওয়া যায়না। অর্থাৎ সিস্টেম থেকেই বন্ধ থাকে। টাইটেলের ধরণ অনুযায়ী যেমন, কারো ফলোয়ার্সের সংখ্যা ১৫০ জনের কম হলে, প্রোফাইলে পুরুষ বা মহিলা সেট না করা থাকলে, গত ১৫ দিনের ভেতরে অন্তত ১০০ স্টার গিফট না করলে, গত ৩০ দিনের ভেতর কোন পোস্ট না করলে বা A/A+ র্যাংকিংএর কোন পোস্ট না করলে ইত্যাদি।
Fantasia Family
Family titles are given which consider:
We believe everyone in Fantasia makes great music. No one is less than anyone. So if we want to give a title to the song, it will not be possible because of the level of our family.
Fantasia family is currently at level 8, so even if we want to, we cannot give more than Main Vocalist (5 people), Vocalist (7 people), Rising Star (10 people), Prince (5 people), Princess (5 people) and Boss (3 people).
So we try to give everyone a chance to change these titles so that everyone gets a taste of these titles at least once.
But depending on some things, we admin members would honor the members by setting these titles afresh on the 1st day of the month through a meeting. Later the captain himself set this title according to the decision of all the admins. But for those whose titles are changed or not given, it is never because of their poor performance. Rather, the old title holders have to take the title to give opportunities to other members. To increase the number of positions, the family level has to be increased.
That which is considered:
1. How much EXP you contribute to the family (via daily tasks/Song posts)
2. How much or maintaining the singing quality in the party room. Singing is important in the party room
3. How active are you in the family?
4. We try to motivate those who have not got any title before with titles
5. Who is gaining popularity to what extent? It can be considered a chat group activity
* There are certain conditions in the Starmaker system that these titles cannot be awarded if not met. That is, it is closed from the system itself. By type of title such as having less than 150 followers, profile not set as male or female, not gifting at least 100 stars in the last 15 days, no posts in the last 30 days, or no posts with an A/A+ ranking. etc.
🎙 Main Vocalist:
They should be good at singing, with emotions, proper pitch, and singing skills. They should regularly perform in the party room.
🎶 Vocalist:
Publish many songs in one month with good feedback. You have to be good at singing, with emotions, the right pitch, and the right vocal skills. You will need to get involved in singing a lot.
😎 Boss:
No.1 in the weekly top gifter ranking.
👑 Prince&Princess:
Members who rank top in the weekly STAR/Contributor ranking
🌟 Rising Star:
Recognizing new members within their first few months with at least posting an 'A' cover in the past 30 days.
Due to technical requirements, there are some titles we cannot give. Ask your Captain for more details.
* আমরা আমাদের ফ্যামিলিকে একটা সুন্দর প্রতিষ্ঠান হিসেবে কল্পনা করতে পছন্দ করি, তাই কিছু নিয়ম কানুনের মাধ্যমে এই প্রতিষ্ঠান চালনার জন্য আপনাদের সবার সুপরামর্শ কামনা করি।
যেকোন বিষয় সংশোধনের জন্য ক্যাপ্টেনকে জানানোর অনুরোধ রইল
যেকোন বিষয় সংশোধনের জন্য ক্যাপ্টেনকে জানানোর অনুরোধ রইল
__________________________________________________________
ফ্যান্টাসিয়া ফ্যামিলির গঠন ও কার্যাবলীঃ
ফ্যান্টাসিয়া ফ্যামিলি যেভাবে চলে সেটা অন্যান্য যে কোন ফ্যামিলির চেয়ে আলাদা। এখানে সবাই সমান। এখানে ক্যাপ্টেন, কো-ক্যাপ্টেন, অ্যাডমিন ইত্যাদি পোষ্টগুলোকে আলাদাভাবে কোন মর্যাদা বা সম্মানের উপর ভিত্তি করে দেওয়া হয়না। বরং ফ্যামিলির সবাই মিলে এইটাকে একটা সংগঠন মনে করে দলবদ্ধভাবে কাজ করা হয়। অ্যাডমিনটিমের সদস্যরা অন্যান্যদের সার্ভিস বা সেবা দেওয়ার জন্য নিবেদিত, কখনই শাসন/বারণের জন্য নয়।
ফ্যামিলির গঠন ও কার্যাবলীঃ
বেশীর ভাগ ক্ষেত্রেই অন্যান্য ফ্যামিলি যেভাবে চলে তা হলো একটা অনুক্রম বা র্যাংকিং অনুসরণ করে থাকে। যেখানে ফ্যামিলির প্রতিষ্ঠাতা/ক্যাপ্টেন সবার প্রধানের ভূমিকা পালন করেন এবং স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়ে থাকেন। কো-ক্যাপ্টেন পদসমূহ নির্ভর করে অনেকটা সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে গিফট করেন যে তার উপর নির্ভর করে দেওয়া হয়ে থাকে। __________________________________________________________
আমাদের পার্টি রুমের ধরণঃ
ফ্যান্টাসিয়া ফ্যামিলিতে ৫ টা রুম রয়েছে। প্রতিটা রুমের আলাদা আলাদা কিছু নিয়ম আছে যা ফলো করলে সবার জন্য সুবিধা। নিচের ছবিতে দেখানো হলো।
* ফ্যামিলিতে রুম টাস্ক করা বাধ্যতামূলক নয়। তবে কেই চাইলে তুলনামূলক কম লেভেলের রুমে বসে টাস্ক করতে পারেন
আমাদের চ্যাট গ্রুপের ধরণঃ
ফ্যান্টাসিয়া ফ্যামিলিতে ২ টা সাধারণ চ্যাট রুম রয়েছে। দুইটা চ্যাট গ্রুপে আলাদা আলাদা কিছু নিয়ম আছে যা ফলো করলে সবার জন্য সুবিধা। নিচের ছবিতে দেখানো হলো।
ফ্যামিলিতে বিভিন্ন সময়ে সকলের স্বার্থে গুরুত্বপূর্ণ নোটিশ বা বক্তব্য দেওয়া হয় যা বিভিন্ন প্রকারের পোষ্টের কারণে তা পরবর্তীতে খুঁজে পাওয়া মুশকিল হয়। এছাড়া কোন মেম্বার কবে জয়েন করেছেন, কবে চলে যাচ্ছেন, ফ্যামিলিতে কাকে কোন টাইটেল কবে দেওয়া হচ্ছে ইত্যাদি এইসব তথ্য যেহেতু ফ্যান্টাসিয়া পরিবারে সংরক্ষিত থাকে তাই এই Fantasia [Family] চ্যাট গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ।
ফ্যামিলিকে আরো সুন্দরভাবে পরিচালনার স্বার্থে; আজ থেকে Fantasia [Family] চ্যাট গ্রুপে সকল প্রকারের টাস্ক, লিংক শেয়ারিং, গান শেয়ারিং, রুম শেয়ারিং, নতুন মেম্বারকে ওয়েলকাম করা, জন্মদিনে ইউশ করা, ধন্যবাদ জানানো, শুভ সকাল, শুভ বিকাল, শুভ রাত্রি, শোক সংবাদ, জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী ইত্যাদি সম্পর্কিত পোস্ট বন্ধ করা হলো।
এই গ্রুপটি কেবল মাত্র ক্যাপ্টেন/কো-ক্যাপ্টেন বা কোন কোন ক্ষেত্রে অ্যাডমিনরাই ফ্যামিলি সম্পর্কিত যেকোন ঘোষণা বা নোটিশ দেওয়ার জন্য ব্যবহার করবে।
স্টারমেকারের সিস্টেম থেকে কখনও কখনও অটোমেটিক কোন পোস্ট হয়ে গেলে তা গ্রহণযোগ্য।
এখন থেকে যেকোন প্রকারের টাস্ক, লিংক শেয়ারিং, গান শেয়ারিং, রুম শেয়ারিং, নতুন মেম্বারকে ওয়েলকাম করা, জন্মদিনে ইউশ করা, গল্প, আড্ডা, পরামর্শ, মতামত, অভিযোগ, ধন্যবাদ জানানো, শুভ সকাল, শুভ বিকাল, শুভ রাত্রি, জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী ইত্যাদি Fantasia [Chat] চ্যাট গ্রুপে করা হবে।
উল্লেখ্য যে, Fantasia [Family] তে করা প্রতিটা পোস্টই Fantasia [Chat] গ্রুপে করা হবে এবং অতএব উক্ত পোস্ট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য Fantasia [Chat] গ্রুপটি ব্যবহার করা হবে।
কেউ ভুলে কোন কিছু পোস্ট করে থাকলে অ্যাডমিনগণ তাকে প্রথমে ইনবক্সে শুধরে দেবেন এবং পরবর্তীতে গ্রুপে সবাইকে মেনশন করে স্মরণ করিয়ে দেবেন।
অনুগ্রহ করে সবাই এই নিয়ম অনুসরণ করবেন।
* ফ্যামিলিতে ঢুকলেই উপরের দুইটা চ্যাটগ্রুপে আপনি সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবেন। তাই অনুগ্রহ করে
______________________________________________________________________________
আরো দুইটা চ্যাট গ্রুপের ধরণঃ
______________________________________________________________________________
* উপরের গ্রুপ ছাড়াও আমাদের আরো নিজের দুইটা গ্রুপ আছে । এই দুইটা গ্রুপ সম্পূর্ণ আলাদা, এইখানে কেউ ইচ্ছা হলে আসতে পারেন, না আসলেও সমস্যা নেই।
* ফ্যান্টাসিয়া ফ্যামিলিতে কোন ইভেন্ট বা গান শেয়ারিং যেহেতু এইগুলো বাধ্যতামূলক না তবে কেউ চাইলে নিচের গ্রুপ দুইটাতে নিজের ইচ্ছায় যুক্ত হতে পারেন।