Sound Setting

🎧 Starmaker-এ গানের জন্য সেরা Sound Setting Guide


একজন ভালো গায়ক শুধু কণ্ঠ দিয়েই নয়, সঠিক sound setting দিয়েও নিজের গানকে নিখুঁতভাবে উপস্থাপন করেন। নিচে দেওয়া হলো এমন কিছু সেটিংস, যা আমি নিজে ব্যবহার করি এবং যেগুলো বেশিরভাগ গানেই চমৎকার ফল দেয়।

Mode: Custom

কাস্টমস মুডে গাইলে সেটিংসগুলো ইচ্ছা মতন পরিবর্তন করা যায় যেটা অন্য কোন মুডে(যেমন স্টুডিও, পপ, পার্টি মুড ইত্যাদি) হয়না 


Reverb: 28~33/ 70  

রিভার্ব হলো আপনার কণ্ঠকে আর পরিষ্কারভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দেবে ।   এটা সামান্য হলে ভাল। বেশী দিলে ভাল শোনাবে না। 


Room Size: 80~83/ 57 

আপনার কণ্ঠ কতটা প্রতিধ্বনি হবে সেটা নির্ভর করে রুম কত বড় বা ছোট তার উপর। ধরুন আপনি কোন রুমের ভেতরে আছেন এবং রুম বড় হলে কণ্ঠে জর দিতে হয় বেশি যাতে আপনার ভয়েস শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় । 


Voice: 75~85/ 43 

মূলত আপনার কণ্ঠকে কতটা রাখলে সেটা শুনতে ভাল লাগবে। এইটার জন্য তেমন নির্ধারিত কোন সেটিং বের করা মুশকিল, তবে ট্র্যাকের উপরেও নির্ভর করে অনেক ক্ষেত্রে। 


Music: 60~70

ভয়েসের সাথে আডজাস্ট করে মিউজিক কম বেশি করে দেখতে হবে। ভয়েসের চেয়ে মিউজিক বেশী বা মিউজিকের চেয়ে ভয়েস বেশি হলে কিঞ্চিৎ ঝামেলা থেকেই যায়। 


Noise reduction: Medium 

এটা মূলত আপনার ব্যকগ্রাউন্ডের শব্দগুলোকে কমিয়ে দেবে। বাইরে বেশি জোরে শব্দ হলে এটা হাই করে দেওয়া যেতে পারে অন্যথায় মিডিয়াম রাখা ভাল 


Never changed the Vocal or Pitch 

যদি কোন গান অনেক হাই স্কেলে হয় যেটা আপনার কন্ঠে সাধারণত ম্যচ করেনা তবে আপন পিচ কমিয়ে তা গাইতে পারবেন। সেক্ষেত্রে পিচ কমিয়ে গানটা রিস্টার্ট দিয়ে গাইতে হবে। ডুয়েট গানে জয়েন করার সময় কখনই পিচ নাড়ানাড়া করা ঠিক না কারণ তাতে সহশিল্পীর কণ্ঠ নষ্ট হয়ে যায়। সোলো বা ডুয়েট ছাড়ার সময় প্রয়োজনে পিচ পরিবর্তন করা যেতে পারে।  


Lyrics: I always try to follow the Original song, not the Blue or Pink lines 😊 

স্টারমেকারে উল্লেখিত লিরিক্স সব সময় ঠিক নাও হতে পারে। তাই আগে থেকে সঠিক লিরিক্স দেখে অরিজিনাল গানের মত করে  ছেলের অংশ এবং মেয়ের অংশ আলাদা করে গাওয়া। 


Operating system: iOS

মোবাইলের অপারেটিং সিস্টেম যদি আন্ড্রোয়েড হয় অথবা আইফোন তবে সেক্ষেত্রেও সেটিং-এর তারতম্য হতে পারে 


Phone & App Updated সবসময় মোবাইলের সফটওয়্যার আপডেট রাখা। AppStore বা Google Play -এ ঢুকে স্টারমেকার অ্যাপ সবসময় আপডেট করে রাখা। 


ভালো Sound Setting আপনার গানকে আরও পেশাদার ও শ্রুতিমধুর করে তুলবে। তবে মনে রাখতে হবে সেটিং যত নিখুঁতই হোক, আসল শক্তি আপনার Practice আর Passion-এর মধ্যেই। তাই নিয়মিত গান করুন, নিজের গায়কী শক্তিকে পরীক্ষা করুন, আর নিজের কণ্ঠকে ভালোবাসুন!

********************************

#Bengali71Tips#

The settings I have used in most of my songs are:

Mode: Custom

Reverb: 28~33

Room Size: 80~83

Voice: 75~85

Music: 60~70


• Noise reduction: Medium 

• Never changed the Vocal or Pitch 

• Lyrics: I always try to follow the Original song, not the Blue or Pink lines 

• I double-check the lyrics of StarMaker with the  original song to avoid confusion

• Operating system: iOS

******************************************




Post a Comment