গান শুনে যান: Smart Certification for the participants

গান শুনে যান: Smart Certification for the participants



ফ্যান্টাসিয়া পরিবার সব সময়ই ভিন্নধারার কাজ করে আসছে যা ইতোমধ্যে সকলের নিকট প্রশংসিত হয়েছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের ভালবাসা পেয়ে। আমাদের পরিবারের ওয়েবসাইট এর পাশাপাশি আমরা অনলাইন রেডিও চালু করেছি যা আমাদের ওয়েবসাইটে গেলেই শুনতে পাবেন। 

২০২৩ সালের শুরু করেছি আমরা ফ্যান্টাসিয়া পরিবারের একটা থিম সং এর মাধ্যমে যার গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং মিউজিক সবই আমাদের ফ্যামিলি মেম্বারদের দ্বারা পরিবেশিত হয়েছে। 

এই সপ্তাহে আমরা আমাদের জনপ্রিয় মাসিক অনুষ্ঠান 'গান শুনে যান' এর  ১০তম পর্ব শেষ করেছি এবং আমরা এ পর্যন্ত অংশগ্রহণকারী সকলকে স্মার্ট সার্টিফিকেট দিতে সমর্থ হয়েছি। ফ্যান্টাসিয়া পরিবার দ্বারা প্রদত্ত কিউআর কোড সম্বলিত  স্মার্ট সার্টিফিকেট  দিয়ে আপনি যা যা করতে পারবেনঃ 


• QR কোড ব্যবহার করে যাচাইকৃত ডিজিটাল সার্টিফিকেটে তাত্ক্ষণিক অ্যাক্সেস পাবেন
• Facebook, Instagram, এবং LinkedIn এর মতো সামাজিক নেটওয়ার্কগুলিতে এবং ইমেলের মাধ্যমে আপনার অর্জনকে শেয়ার করতে পারবেন
• জালিয়াতি প্রতিরোধ করতে পারবেন এবং সার্টিফিকেটের কপি তুলতে পারবেন যতখুশি ততবার
• স্টারমেকারে আপনার প্রোফাইলের উপযোগী করে সার্টিফিকেট সাইজ ফিট(স্কোয়ার) করা তাই অ্যালবামে আপলোড করতে পারবেন সহজেই   

স্টারমেকারের একটা অনুষ্ঠানের জন্য এই সার্টিফিকেট একটু বাড়াবাড়ি মনে হতে পারে তবে আমরা, আমাদের পরিবার সবসময় পারফেকশন এবং প্রোফেশনাল কোয়ালিটিতে বিশ্বাস করি এই অপ-পরিশ্রম। 

ব্যবহারবিধিঃ
• সাধারণত সার্টিফিকেটের উপর ক্যামের ধরলেই QR কোড read করে সংশ্লিষ্ট ওয়েবসাইটের পেইজে নিয়ে যাবে।
• আইফোনের গ্যালারিতে সার্টিফিকেট ওপেন করে QR Code এর উপর ক্লিক করলেই সংশ্লিষ্ট ওয়েবসাইটের পেইজে নিয়ে যাবে।

• ওয়েবসাইটে হাই রেজুলেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বা লিংক ব্যবহার করতে পারবেন 


English follows below

The Fantasia family has always been doing something different which has already been appreciated by all. We are grateful to you for your love. In addition to our family website, we have launched an online Radio that you can listen to by visiting our website.

We started the year 2023 with a Fantasia family theme song with a lyricist, composer, vocalist, and music all performed by our family members.


This week we have completed the 10th episode of our popular monthly program 'Gaan Shune Jan' and we have been able to issue smart certificates to all the participants so far. What you can do with a smart certificate containing a QR code provided by the Fantasia family:

• Get instant access to verify digital certificate using a QR code
• Share your achievements on social networks like Facebook, Instagram, and LinkedIn and via email
• Prevent fraud and make copies of certificates as often as you like
• Customized the certificate size (square) to fit your profile in StarMaker so you can easily upload it to the album.

This certificate may seem a bit excessive for a Starmaker event but we, our family, always believe in perfection and professional quality.


How to use:

• Generally, holding the camera on the certificate will read the QR code and take you to the corresponding website page.

• Opening the certificate in the iPhone gallery and clicking on the QR Code will take you to the corresponding website page.

• You can download the high resolution certificate on the website or use the link

Post a Comment

Previous Post Next Post