[স্টারমেকার] গান করার জন্য গাইডলাইন

[স্টারমেকার] গান করার জন্য গাইডলাইন

🎶🎶 সম্ভাব্য যেসকল কারণে আপনার ফলোয়ার কম
যে কারণে আপনাকে ফলো ব্যাক করতে চান না 🎶🎶


১। যদি আপনার প্রোফাইল লক থাকে, প্রফাইলে উদ্ভট ছবি-নাম থাকে বা আপনার নিজের ছবিসহ তথ্য না থাকে কোন কারণে
২। যদি আপনার প্রোফাইলে কোন গান/কভার না থাকে। প্রোফাইল লক রাখা অবস্থায় কাউকে ফলো করলে তাকে ইনবক্সে জানানো ভাল যে আপনি বিরতিতে আছেন।
৩। যদি আপনি অনেকদিন পরপর বা দীর্ঘ বিরতি নিয়ে গান করেন অথবা খুবই কম গান পোস্ট করেন সেক্ষেত্রেও আপনাকে মানুষ ফলো করতে না চাইতে পারে
৪। যদি ফলোয়ার্স বা ফলোয়িংদের সাথে আপনার গানের সম্পর্ক, লাইক-কমেন্টের সম্পর্ক না থাকে তাহলেও আপনাকে কেউ ফলো করতে চাইবে না
৫। কারো ফলোয়িং লিস্টে নতুন অ্যাড হলে তাকে ফলো করে কোন রুমে গেলে সেখানে সুন্দরভাবে পরিচিত হয়ে নেওয়া ভাল
৬। সরাসরি কারো মুখের উপরে ফলো করার জন্য না বলা। তাতে যে বলেন এবং যাকে বলেন উভয়ই সংকটে পড়েন এবং অনুরোধে ঢেঁকি গেলেন অনেক সময়।
৭। কোন কারণে আপনাকে কোন মানুষ অপছন্দ করতেই পারেন এবং সেকারণে আপনাকে ফলো দেন না। কোন ব্যক্তি সবার কাছেই পছন্দের হবে এমন না। আমাদের গানের কোয়ালিটির বাইরেও আচার আচরণ, কথাবার্তা, মতামতের ভিন্নতা থেকে শুরু করে হিংসাবোধ, অহংকারসহ দোষগুণ থাকবেই, এই ব্যাপারটার কারণেও অনেকেই ফলো করা বা ব্যাক করেন না।


🎶🎶 ডুয়েট গান ছাড়ার আগে যা মনে রাখা দরকার 🎶🎶


১। প্রথমেই দেখতে হবে আপনার ফলোয়ার্স কত জন, যদি অনেক ফলোয়ার্স থাকে তাহলে আপনি ডুয়েট ছাড়লে বেশি মানুষের কাছে পৌঁছবে এবং জয়েনিং বেশী আসার সম্ভাবনা থাকবে
২। ফলোয়ার্স কম থাকলে প্রথমেই স্টারমেকারের ভাল বা তুলনামূলক
বেশ কিছু ভাল শিল্পীদের ফলোয়িং-এ জায়গা করে নিতে তাদের গানে জয়েন করুন। ফলো ব্যাক পেলে তাদের সাথে কুশল বিনিময় করে হাল্কা আলাপ করুন। পরবর্তীতে আপনার গানেও তারা জয়েন করবেন।
৩। কী ধরণের গান ছাড়ছেন তার উপরেও নির্ভর করছে, যে গান যত বেশী জনপ্রিয় সেইসব গানে বেশী জয়েনিং পাওয়া সম্ভাবনা বেশী
৪ । যদি আপনি অন্যের ডুয়েটে কম জয়েন করেন এবং নিজে বেশী বেশী ডুয়েট ছাড়েন তাহলে আপনার ডুয়েটে জয়েন পড়বে কম।
৪। কিছুদিন অন্যের গানে জয়েন করুন এবং বিরতি রেখে তারপর নিজে ডুয়েট ছাড়ুন। ভাল সাড়া না পেলে সপ্তাহে ২/৩/৪ টার বেশী ডুয়েট ছাড়া ভাল না। অন্তত ডুয়েটে ৫/১০টা জয়েন না পেলে নতুন ডুয়েট ছেড়ে ভাল ফল পাওয়া যায় না
৫ । কেউ আপনার ডুয়েটে জয়েন করলে দেরীতে হলেও তাদের গান শুনুন এবং সুন্দর করে সময় নিয়ে কমেন্ট করুন তাতে তারা উৎসাহিত হবেন। শুষ্ক ধন্যবাদ জানিয়ে জয়েনারকে অপমান না করা ভাল
৬। ডুয়েট ছাড়ার আগে খুব ভাল করে ছেলে ও মেয়ের অংশগুলো অরিজিনাল গান শুনে মিলিয়ে নিন। স্টারমেকারের গানের লিরিক্সে ভুল আছে কিনা দেখে নিন। প্রয়োজনে একই গানে অন্যের সাথে আগে জয়েন করে নিন। পোস্ট করার আগে ভাল করে চেক করে নিন। ভুল থাকলে শুদ্ধ করে সময় নিয়ে আবার পোস্ট করুন।
৭। কখনই একবারে গেয়ে ছেড়ে দেবেন না। অন্তত ২/৩ বার গাইলে ছোটখাটো ভুল গুলো আপনি নিজেই শোধরাতে পারবেন
৮। ডুয়েটের ক্যাপশনে গানের সেটিংসহ সুন্দর কোন মন্তব্য/ গানের নির্দেশনা লিখে ডুয়েটকে আরোা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যেতে পারে













Post a Comment

Previous Post Next Post