Fortnight Event: সুরের সাতকাহন - (১৯তম পর্ব) | রবীন্দ্রসঙ্গীত

Fortnight Event: সুরের সাতকাহন - (১৯তম পর্ব) | রবীন্দ্রসঙ্গীত




𝄞সুরের সাতকাহন𝄞


"সুরের সাতকাহন" ফ্যান্টাসিয়া ফ্যামিলি আয়োজিত নতুন একটি ধারণার সংযোজন। যেহেতু "গান শুনে যান" অনুষ্ঠানে আমাদের ফ্যামিলির সদস্যরাই কেবল গান করে থাকেন তাই এইবারে আমরা অন্যান্যদের সাথে গান গাওয়ার সুযোগ নিতে চাই। 

এই প্রোগ্রামের বৈশিষ্ট্য সমূহ:

⦿ এটা একটি গানের অনুষ্ঠান যেখানে কেবল Solo কিংবা Duet গান করা যাবে; No FreeStyle
⦿ সাধারণত প্রতি ১৫ দিন অন্তর অন্তর একবার হয়ে থাকে
⦿ প্রতি অনুষ্ঠানে আলাদা করে Theme বা গানের বিষয় নির্ধারণ করে দেয়া হবে পূর্বেই
⦿ অনুষ্ঠানের দিন নির্ধারিত সময়ে Magic Carpet রুমে কেবল সেই Theme -এ গান হবে
⦿ ফ্যান্টাসিয়া পরিবারের সদস্য ছাড়াও যে কেউ এখানে এসে এই Theme-এর উপরে গান গাইতে পারবে
⦿ যেহেতু অনুষ্ঠানের আয়োজক আমরা (ফ্যান্টাসিয়া পরিবার) তাই অন্তত আমরা সবাই চেষ্টা করব নির্দিষ্ট Theme-এর উপরে গান গাওয়ার এবং পূর্বেই তার প্রস্তুতি নিয়ে আসা
⦿ যেহেতু নির্দিষ্ট Theme-এর  উপরে গান তাই অনেকেই হয়তো Common গানগুলো করতে চাইবে এই কারণে Uncommon গানের Trackসহ প্রস্তুতি নিয়ে রাখা ভালো
⦿ আগে থেকে গানের লিস্ট কোথাও কাউকে জমা দেওয়া লাগবে না
⦿ নির্দিষ্ট Theme-এর  উপর গান Queue করে পার্টি রুমে যে যতখুশি গান করতে পারবে 


বিশেষ দ্রষ্টব্য: আমাদের এই পর্বটা রবীন্দ্রসঙ্গীতের উপরে হতে যাচ্ছে। শিল্পীদের সুবিধার্থে নিচে রবীন্দ্রসঙ্গীতের একটি তালিকা দেওয়া হলো।  

🎶 রবীন্দ্রসঙ্গীতের তালিকা
- আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
- আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি
- আমার পরান যাহা চায় তুমি তাই তুমি তাই গো
- ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো
- কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
- মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না
- মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থৈথৈ
- মায়াবন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিনী
- তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা
- তুমি রবে নীরবে হৃদয়ে মম
- আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
- ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি
- এসো হে বৈশাখ এসো এসো
- গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
- যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
- মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
- পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে
- তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
- তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
- সখী ভাবনা কাহারে বলে


অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায়: (Fantasia Family)
Room ID: 566720
_______________________________________________________

সরাসরি পার্টি রুমে গিয়ে গান গাইতে এখানে ক্লিক করুন  Party Room: Magic Carpet






Post a Comment

Previous Post Next Post