Party room/বিনোদন রুম
এখানে পার্টি রুম ২ ধরনের, সোলো মোড এবং মাল্টি-মোড। মাল্টি মোডে গান গাওয়ার অভিজ্ঞতাটা অনেকটা লাইভ কনসার্টের মতনই। এখানে রুমের ভেতরে অন্যজনও থাকবে এবং সেখানে সবার সামনে গাইতে হবে। রুমের ভেতরে একটা মাইক্রোফোনের মতন আইকন আছে এখানে ক্লিক করে আপনার পছন্দের গান সার্চ করে সেটা কিউ করতে হবে। আপনার সিরিয়াল আসলে সেখানে আপন গাইতে থাকবেন।
গান চলাকালীন সময়ে যে কাউকে গিফট করা যায় এবং নিচে কমেন্টে গানের জন্য প্রশংসা করা করা যায়।
পার্টি রুমের ভেতরে কত জন আছে তা দেখা যায় ডান পাশে উপরের দিকে একটা চোখের আইকনে ক্লিক করে দেখা যায়।
রুমের লেভেল এবং অ্যাডমিন থেকে শুরু করে বিস্তারিত পাওয়া যায় রুম ইনফোতে।
রুমের লেভেল এবং অ্যাডমিন থেকে শুরু করে বিস্তারিত পাওয়া যায় রুম ইনফোতে।