ফ্যান্টাসিয়া পরিবারে ২য় বর্ষপূর্তি উদযাপন
স্টারমেকার অ্যাপের মাধ্যমে আমাদের মিউজিক্যাল জার্নির ২য় বর্ষপূর্তি উদযাপন।
হ্যালো সবাই! আমি আপনাদের Bengali71 এবং আজ আমি একটি বিশেষ খুশির ব্যাপার শেয়ার করতে এসেছি। আজকে আমাদের প্রিয় ফ্যান্টাসিয়া পরিবার ২য় বছরে পা রাখলো। অভিনন্দন! ফ্যান্টাসিয়া! যারা এই দীর্ঘ পথচলাতে আমাদের সংগ দিয়েছেন তারা এবং আমাদের সবসময়ের জন্য পাশে থাকা প্রিয় শুভাকাঙ্ক্ষী শ্রোতাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই আজকের এই সঙ্গীতায়জনে।
আমাদের ফ্যান্টাসিয়া পরিবারের এই দ্বিতীয় বছরে, আমরা আমাদের গানের দলের সাথে আরো দৃঢ় সম্পর্ক তৈরি করতে পেরেছি বলে মনে করি আর এই ব্যাপারে আমরা বেশ সফলতা অর্জন করেছি। এই বছরে আমাদের সাঙ্গীতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের তুলনায় আরো বেশি একটিভ মেম্বার তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা সবাই প্রতিটি পদক্ষেপেই আমাদের পারফরমেন্স আরও উন্নত করার চেষ্টা করেছি এবং আমরা আমাদেরকে প্রতিনিয়র নতুন নতুন সঙ্গীতের সাথে নিজেদেরকে জুড়ে নিতে প্রস্তুত।
এই বছরের শেষে, আমাদের বেশ কিছু অর্জনকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা আমাদের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী গান শুনে যান অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি ৬ টা । এখন অনুষ্ঠানে শিল্পীদেরকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। তাই প্রথম পর্ব থেকে এখন ১২তম পর্ব পর্যন্ত সবাইকে আমরা পৌঁছে দিয়েছি আমাদের এই উপহার। নতুন সংযোজন হিসেবে সুরের সাতকাহন নামে আরেকটি প্রোগ্রাম শুরু করেছি যেটা কিনা একটা থিম বেসড অনুষ্ঠান, প্রতি ১৫ দিন অন্তর অন্তর হয়ে থাকে। আমরা ৫টা পর্বের আয়োজন করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সমস্ত পরিশ্রম ও উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানগুলোকে স্টারমেকারের শ্রোতাদের সামনে পেশ করতে পেরেছি। এছাড়া আমাদের বড় অর্জন ফ্যান্টাসিয়া পরিবারের থিম সং যা পুরো স্টারমেকারে একমাত্র আমাদেরই আছে, গত ডিসেম্বরে আমাদের ফ্যামিলির শিল্পীদের কন্ঠে সেই গান আমরা তুলতে সক্ষম হয়েছি। আমাদের ফ্যান্টাসিয়া ইন্টারনেট রেডিওতে সবসময় বাজতে থাকে ফ্যান্টাসিয়ার শিল্পিদের গাওয়া গানগুলো। এই ইনোভেটিভ আইডিয়াও স্টারমেকার অ্যাপে প্রথম কোন ফ্যামিলি উদ্ভাবন করেছে।
আমাদের ফ্যান্টাসিয়া ইউটিউব চ্যানেল হয়েছে এবং সেখানে আমাদের ফ্যামিলির সদস্যদের মৌলিক গান থেকে শুরু করে কভার করা গানগুলোও আপলোড করা হয়। আজকেই আমাদের রিফাত আপু ও সন্ধি ইমনের একটি মৌলিক গান আপলোড করা হয়েছে। শুনে জানাবেন কেমন হয়েছে।
এছাড়া আমাদের ওয়েবসাইটে এখন ফ্যামিলি মেম্বারদের তথ্যগুলো দেওয়া হয়েছে আরো স্মার্টভাবে।
প্রত্যেক সদস্যদের প্রোফাইলে শোভা পাচ্ছে আকর্ষনীয় মেম্বারশীপ কার্ড।
ফ্যান্টাসিয়া পরিবারের এই সাফল্যের জন্য আমার প্রিয় গানের দলের সকল সদস্যদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা সবাই মিলে পরিশ্রম করেছি এবং আমরা এই কাজের ভেতর দিয়ে সকলের কাছ থেকে সকলেই অনেক অনেক কিছু শেখেছি। আমি আমার এই দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুবই খুশি এবং আমি নিজেকে ফ্যান্টাসিয়া পরিবারের অংশ হিসেবে প্রকাশ করতে পছন্দ করি।
এই সফল পদার্পণের পর, আমরা আমাদের মিউজিক্যাল জার্নিকে আরো সুগম করতে নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করব। আমরা আমাদের দলের সকলের সাথে এবারও আরও বেশি শ্রদ্ধা, সহমর্মিতা, একতা তৈরিতে কাজ করবো এবং নতুন নতুন গান সৃষ্টির ব্যাপারে সবাইকে তাগাদা দেব। যে সকল কাজগুলো তুলনামূলকভাবে অনিয়মিত হয়ে গেছে সেগুলোকে আবারও নতুনভাবে চালু করার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে।
আমি অনুমান করতে পারি যে সামনের দিনগুলোতে আমাদের আরো অনেক অনেক সাফল্য অপেক্ষা করছে এবং স্টারমেকার অ্যাপের মাধ্যমে সকলে সংগীতের ক্ষুধা নিবারণের পাশাপাশি সুস্থ বিনোদন উপহার দিতে, আমাদের গানের দল, আমাদের প্রিয় ফ্যান্টাসিয়ার সাথে সবাই পরিশ্রম করতে আমি এবং আপনারা প্রস্তুত থাকবেন।
ধন্যবাদ স্টারমেকার অ্যাপ, ধন্যবাদ আমার প্রিয় ফ্যান্টাসিয়া, এবং ধন্যবাদ সবাইকে যারা আজকের দিন পর্যন্ত এই ইন্সটিটিউটকে ভালবেসে আমাদের সাথে আছেন। আমি আপনাদের সাথে আমার মিউজিকাল জার্নি স্মরণীয় করে রাখতে পারব বলে আশা করি।
-
Bengali71
Captain, Fantasia Family